চিরকুট লিখে করোনা রোগীর ‘আত্মহত্যা’

সাতক্ষীরায় নিজ ঘরে আইসোলেশনে থাকা এক করোনা রোগী চিরকুট লিখে আত্মহত্যা করেছেন। পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করার সময় পাশেই চিরকুট পায়, যেখানে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’।

শনিবার কলারোয়া উপজেলার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের বাড়ি থেকে শেখ আজগর আলী (৫৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

তিনি ইলিশপুর গ্রামের শেখ জালালের ছেলে। কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর খায়রুল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘ দিন তার বাড়িতে ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। করোনা পজিটিভ হওয়ার পর ঝগড়ার মাত্রা বেড়ে যায়। হয়তো এ কারণেই আজগর আত্মহত্যা করতে পারেন।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, সম্প্রতি করোনা পজিটিভ হয়ে বাড়িতে আইসোলেশনে ছিলেন আজগর। সকালে স্বজনরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

তিনি আরও জানান, করোনায় আক্রান্ত হয়ে আজগর কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। লাশের পাশে একটা চিরকুট পাওয়া গেছে।

তাতে লেখা ছিল ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়’। পারিবারিক আবেদনে স্বাস্থ্যবিধি মেনে তার লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এসএইচ-০৮/০৩/২১ (আঞ্চলিক ডেস্ক)