১০ মিনিটের ব্যবধানে নারীকে দু’বার টিকা পুশের অভিযোগ

ফেনীর সোনাগাজীতে গণটিকাদান কেন্দ্রে ১০ মিনিটের ব্যবধানে এক নারীকে দু’বার করোনার টিকা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বেলা ১১টার দিকে উপজেলার বগাদানা ইউনিয়নের বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টিকাকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরদিন রোববার বিকেলে বিষয়টি জানাজানি হয়।

ওই নারীর নাম বিবি রোকেয়া (৩৫)। তিনি উপজেলার বগাদানা ইউনিয়নের বড় হালিয়া গ্রামের বাসিন্দা। তার ভাষ্য, ওইদিন বেলা ১১টার দিকে টিকার কার্ড নিয়ে তিনি নির্ধারিত কক্ষে টিকা নিতে যান। এ সময় কর্তব্যরত স্বাস্থ্য সহকারী তাকে একটি টিকা দিয়ে বসতে বলেন। এর কিছুক্ষণ পরই তাকে আবার টিকা দেওয়া হয়।

ওই নারীর স্বামী মোহাম্মদ আলী বলেন, ওইদিন আমরা স্বামী-স্ত্রী দুজনে টিকা নিতে কেন্দ্রে যাই। মানুষের ভিড়ের কারণে আমি টিকা নিয়ে স্ত্রীর জন্য বাইরে অপেক্ষা করছিলাম। প্রায় ২০ মিনিট পর টিকা নিয়ে আমার স্ত্রী বাইরে এলে তাকে দেরি হওয়ার কারণ জিজ্ঞাসা করি। তখন জানতে পারি আমার স্ত্রীকে দুবার টিকা পুশ করা হয়েছে।

ওই টিকা কেন্দ্রের দায়িত্বে থাকা স্বাস্থ্য সহকারী একরামুল হক মোল্লা বলেন, এক নারীকে দুবার টিকা পুশ করার বিষয়টি আমি জানতাম না। বিষয়টি জানার পর ওই নারীর খোঁজখবর নিয়েছি। এখন ওই নারী ভালো আছেন। একটা টিকা নেওয়ার পর আরেকটি টিকা নেওয়া ওই নারীর ভুল ছিল। বিষয়টি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো হয়েছে।

এদিকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উৎপল দাশ জানান, বিষয়টি সত্য বলে তিনি নিশ্চিত নন। টিকা নেওয়ার আগে কেন ওই নারী বলেননি যে তিনি আগে একবার টিকা নিয়েছেন। এমন হলেও টিকাগ্রহীতার ভুল। তিনিই দায়ী। তবে দুবার টিকা দেওয়া হলেও কোনো সমস্যা হবে না। তার খোঁজখবর রাখা হবে।

ফেনীর সিভিল সার্জন রফিক-উস-ছালেহীন জানান, ঘটনাটির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। তারপরও ঘটনা তদন্তপূর্বক টিকাদানের ক্ষেত্রে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ-৩২/০৯/২১ (আঞ্চলিক ডেস্ক)