প্রবাসী বাবার ভোট দিতে এসে ছেলে শ্রীঘরে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাল ভোট দেওয়ার সময় পারভেজ আহমেদ (২০) নামের এক যুবককে ৬ মাসের সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে বড়িকান্দি ইউনিয়নে মুক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাকে আটক করা হয়। সাজাপ্রাপ্ত পারভেজ উপজেলার বড়িকান্দি ইউনিয়নের মুক্তারামপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, ইউপি নির্বাচনে প্রবাসী বাবার ভোট দিতে বুথে প্রবেশ করলে পারভেজকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে।

পরে ঘটনাস্থলে পরিচালিত মোবাইল কোর্ট তাকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর ৭২ ধারার অপরাধে দোষী সাব্যস্ত করে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

উল্লেখ্য, তৃতীয় ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর, বাঞ্ছারামপুর ও সরাইল উপজেলার ৩২টি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। রোববার সকাল ৮টা থেকে ৩১৮টি কেন্দ্রে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এসএইচ-০৮/২৮/২১ (আঞ্চলিক ডেস্ক)