জুতার মালা পরিয়ে প্রবাসীর স্ত্রীকে নির্যাতন

অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলে প্রবাসীর স্ত্রীর গলায় জুতার মালা পরিয়ে নির্যাতন করা হয়েছে। অভিযোগটি উঠেছে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কাওছার চৌধুরীর বিরুদ্ধে। বুধবার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ঘটনাটির পর থেকে গা ঢাকা দিয়েছেন ওই নারী ও তার পরিবারের সদস্যরা। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার চুনখোলা ইউনিয়নের সিংগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর বুধবার দুপুরে মোল্লাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। ওই দিনই সহকারী কমিশনার (ভূমি) অনিন্দ্য মণ্ডল ও উপজেলা নারীবিষয়ক কর্মকর্তা রুনিয়া আক্তার ঘটনাস্থলে যান। তবে তারা গিয়ে ওই নারীকে এলাকায় পাননি।

স্থানীয়রা জানান, বুধবার সকালে চুনখোলা ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য কাওছার চৌধুরীসহ বেশ কিছু লোকজন ওই প্রবাসীর স্ত্রীর বাসায় যায়। তারা জুতার মালা পরিয়ে তাকে মারধর করতে থাকে। ওই সময়ে কিছু লোক এ ঘটনার ভিডিও ধারণ করে।

তবে চুনখোলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার কাওছার চৌধুরী ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন ও হেনস্তার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ওই প্রবাসীর স্ত্রী দীর্ঘদিন ধরে ওই এলাকায় অনৈতিক ও অসামাজিক কার্যক্রম করে আসছিল। সোমবার রাতে স্থানীয়রা এক লোকের সঙ্গে অসামাজিক অবস্থায় তাকে ধরে ফেলে। লোকজন পরে তাকে বিষয়টি জানালে ওই মেম্বার সেখানে যান। পরে এলাকাবাসীই ওই নারীকে মারধর করে।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, ‘বিষয়টি শোনার পর থেকেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ছাড়া উপজেলা প্রশাসন থেকে ও দুজন কর্মকর্তা সেখানে গিয়েছিল। তবে ওই নারীকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএইচ-০৯/০৯/২১ (আঞ্চলিক ডেস্ক)