ঝিনাইদহে সেনা সদস্য হত্যা মামলায় ৮ জনের মৃত্যুদণ্ড

ঝিনাইদহে সেনা সদস্য মো. সাইফুল ইসলাম সাইফ হত্যা মামলার ৮ আসামিকে মৃত্যু দণ্ড দিয়েছেন খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বুধবার ট্রাইব্যুনালের বিাচারক মো. নজরুল ইসলাম হাওলাদার এ রায় ঘোষণা করেন।

বিচারিক আদালতের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আহাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

আসামিরা হলেন—ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের আসামি আকিমুল ইসলাম ও মো. ইয়াকুব্বর মন্ডলের ছেলে মো. মতিয়ার রহমান ওরফে ফনে, একই উপজেলার বোড়াই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. মিজানুর রহমান ওরফে মিজান, আসাননগর গ্রামের নবী মোল্লার ছেলে মো. আব্বাস আলী, একই গ্রামের মৃত রমজান মোল্লার ছেলে মো. আবুল কাশেম, মৃত সাহেব আলীর ছেলে মো. ফারুক হোসেন এনায়েতপুর গ্রামের দাউদ মন্ডলের ছেলে মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার এবং চুয়াডাঙ্গার ভুলতিয়া গ্রামের মৃত সবেদ আলী মোল্লার ছেলে ডালিম মোল্লা।

এদের মধ্যে মো. মতিয়ার রহমান ওরফে ফনে, মো. মুক্তার হোসেন ওরফে মুক্তার এবং ডালিম মোল্লা পলাতক।

২০১৮ সালের ১৮ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে আসামিরা সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করেন। সাইফুল টাঙ্গাইল সালাউদ্দিন সেনানিবাসের মেডিকেল ট্রেনিং সেন্টারে সৈনিক পদে কর্মরত ছিলেন। হত্যাকাণ্ডের এক দিন আগে তিনি ঈদের ছুটিতে বাড়ি গিয়েছিলেন।

ঘটনার পর দিন সাইফুলের বাবা মো. হাফিজ উদ্দিন বিশ্বাস বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৩০ জুন ঝিনাইদহ সদর থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. মহসীন হোসেন ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এসএইচ-০৯/১৫/২১ (আঞ্চলিক ডেস্ক)