সীমান্তে বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার, শরীরে গুলির চিহ্ন

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে বাংলাদেশি এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে কালাইরাগ সীমান্ত থেকে লুকেশ রায় (৩৬) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। লুকেশ রায় উপজেলার কালাইরাগ গ্রামের মৃত বিষ্ণু রায়ের ছেলে।

স্থানীয়দের দাবি, ভারতীয় খাসিয়াদের ছোঁড়া গুলিতে লুকেশ নিহত হয়েছেন। গুলিবিদ্ধ আরেকজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ওসি কে এম নজরুল ইসলাম।

ওসি জানান, শনিবার বিকাল সাড়ে ৪টায় বিজিবি সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলার কালাইরাগ সীমান্তে পড়ে থাকা লুকেশ রায়ের মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। লুকেশের শরীরে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি জানান, গত শুক্রবার লুকেশ ও তার সঙ্গী শৈলেন কন্দ ভারতে অনুপ্রবেশ করেন। শুক্রবার কালাইরাগ সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় শৈলেন কন্দকে উদ্ধার করা হলেও লুকেশ নিখোঁজ ছিলেন। শনিবার লুকেশের লাশ উদ্ধার করা হয়। শৈলেন ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শৈলেন কন্দ উপজেলার কালাইরাগ গ্রামের দেব কন্দের ছেলে।

এসএইচ-৩০/০১/২২ (আঞ্চলিক ডেস্ক)