শোবারঘরে মাটির নিচে মিলল এক লাখ ইয়াবা

কক্সবাজারের রামুতে শয়নকক্ষে মাটির নিচ থেকে এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। এসময় এক যুবককে আটক করেছে র‌্যাব।

রোববার উপজেলার মাংলাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম আলী আকবর বুলু (৪৫)। তিনি উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

র‌্যাব-১৫ সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল রামুর খুনিয়া পালং ইউনিয়নের মাংলাপাড়া এলাকায় অভিযান চালায়।

এসময় ওই যুবকের বসতঘরের শয়নকক্ষে বিশেষ কায়দায় মাটির নিচেয় রাখা একটি চটের বস্তায় এক লাখ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই যুবক উদ্ধার ইয়াবা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল মর্মে স্বীকার করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার রামু থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।

এসএইচ-৩৭/১০/২২ (আঞ্চলিক ডেস্ক)