চার বছরের সাজার ভয়ে ১২ বছর পলাতক বাবা-ছেলে আটক

চেক প্রতারণা মামলায় ৪ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়ে থাকার পর গ্রেফতার হয়েছেন চুয়াডাঙ্গার হাজরাহাটি গ্রামের গ্রামের রুহুল আমিন (৬৭) এবং তার ছেলে সামসুজ্জান ওরফে বাপ্পি (৩২)।

চুয়াডাঙ্গা থানার এসআই মোহাম্মদ মহসীন সময় সংবাদকে বলেন, রোববার গভীর রাতে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

মোহাম্মদ মহসীন বলেন, বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে মোট ১২ টি মামলা রয়েছে। সব মামলা চেক প্রতারণার।

এসব মামলার ৪ টিতে বাবার বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে মোট চার বছর কারাদণ্ড, ৫৮ লাখ টাকা জরিমানা এবং ছেলের বিরুদ্ধে ৬টি মামলায় বিভিন্ন মেয়াদে মোট তিন বছর এক মাস কারাদণ্ড এবং ২৯ লাখ টাকা জরিমানা করা হয়।

সাজা হওয়ার পর থেকেই তারা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বর্তমানে বাবা-ছেলেকে চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

এসএইচ-২০/১৮/২২ (আঞ্চলিক ডেস্ক)