সরাসরি প্রধানমন্ত্রীর আশ্বাস শুনতে চান চা-শ্রমিকরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাস কারেও মাধ্যমে নয়, সরাসরি শুনতে চান সিলেটের চা বাগানের শ্রমিকরা।

মঙ্গলবার দীর্ঘ সময় সিলেটের ২৩ বাগানের পঞ্চায়েত কমিটির বৈঠক শেষে ৩০০ টাকা মজুরির দাবিতে আবারও কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেন চা শ্রমিকরা।

কাজে না গিয়ে কর্মবিরতি পালনে বাগান পঞ্চায়েত কমিটির সিদ্ধান্তের পর এভাবেই মিছিল করে বিভিন্ন বাগানের শ্রমিকেরা সমাবেশস্থল ত্যাগ করেন।

চা শ্রমিকরা জানান, ৩০০ টাকা সংসার চলে না।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে সিলেটের লাক্কাতুরা গল্ফ ক্লাবে সমাবেশে বসেন ২৩ বাগানের পঞ্চায়েত, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের নেতাসহ শ্রমিকরা। ২ ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করে কাজে ফিরে না যাওয়ার সিদ্ধান্ত নেন তারা। প্রস্তাবটি প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি শুনতে চান শ্রমিকরা।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা বলেন, প্রধানমন্ত্রীর সরাসরি ঘোষণা চাই, নতুবা ৩০০ টাকা মজুরি নির্ধারণ হোক।

মজুরি বৃদ্ধির দাবিতে গত ৯ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে শুরু হয় অনির্দিষ্টকালের ধর্মঘট। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আশ্বাসে সোমাবার দুপুরে শ্রমিকদের একাংশ আন্দোলন প্রত্যাহার করে কাজে ফেরে। আরেক অংশ এখনো আন্দোলন অব্যাহত রেখেছে।

এসএইচ-১৮/২৩/২২ (আঞ্চলিক ডেস্ক)