বিদ্যালয়ে পুলিশের টিয়ারশেল, ধোঁয়ায় ১৫ শিক্ষার্থী অসুস্থ

নারায়ণগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষে মেয়েদের একটি স্কুল মাঠে টিয়ারশেল পড়ে ধোঁয়ায় ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। আহতরা নারায়ণগঞ্জ মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

বৃহস্পতিবার  বেলা ১১টার দিকে সংঘর্ষ চলাকালে পুলিশের টিয়ারশেল স্কুল প্রাঙ্গণে পড়লে এ ঘটনা ঘটে।

জানা গেছে, পুলিশ-বিএনপি সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া টিয়ারশেল মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে পড়ে। এ সময় টিয়ারশেলের ধোঁয়ায় অচেতন হয়ে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী। পরে স্কুল কর্তৃপক্ষ তাদের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যায়।

মর্গ্যান স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ অভিযোগ করেন, ঘটনার পর পুলিশের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা ফোন কল রিসিভ করেনি।

তিনি বলেন, ‘বেলা ১১টার দিকে হঠাৎ স্কুল মাঠে একটি টিয়ারশেল এসে পড়ে। এতে মাঠে খেলতে থাকা আমাদের ১৫ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।’

এ বিষয়ে সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসেন বলেন, ‘আমাদের হাসপাতালে বেশ কিছু শিক্ষার্থী টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে ভর্তি হয়েছে। তাদের অক্সিজেন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জ পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‘বিএনপি-পুলিশের সংঘর্ষে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এতে শিক্ষার্থীরা স্কুলে যাতায়াতের সময় টিয়ারশেলের ধোঁয়ায় অসুস্থ হতে পারে। তবে কেউ আমাদের কাছে কোনো অভিযোগ করেনি। এছাড়া সংঘর্ষ চলাকালে আমিসহ অন্য পুলিশ কর্মকর্তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার ব্যাপারে ব্যস্ত ছিলাম।’

এসএইচ-০৯/০১/২২ (আঞ্চলিক ডেস্ক)