দোকানের র‌্যাকে কুণ্ডলী পাকিয়ে ছিল দুর্লভ কুকরি সাপ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মুদির দোকান থেকে ক্যান্টরের কুকরি নামে দুর্লভ প্রজাতির বিষধর সাপ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার নওয়াগাঁও গ্রামের দেবপাড়ার বিশ্ব বণিকের মুদির দোকান থেকে সাপটি উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, দুপুরের দিকে তাদের কাছে ফোন আসে, শ্রীমঙ্গল দেবপাড়া একটি মুদি দোকানের র‌্যাকে অপরিচিত একটি সাপ কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে। এমন খবর পেয়ে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাপটিকে উদ্ধার করে।

তিনি আরও জানান, সাপটি প্রায় দেড় ফুট লম্বা। পুরো শরীর হালকা বাদামি রঙের। একইসঙ্গে শরীরজুড়ে কালো ডোরাকাটা ও ফোটা ফোটা দাগ রয়েছে। এ সাপের মাথাটি পুরো শরীরের সঙ্গে জড়িয়ে আছে। চোখ দুটি কালো রঙের।

স্বপন দেব বলেন, ‘এ সাপের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য ছিল না। পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনিরুল এইচ খান ও ড. কামরুল হাসানের কাছে ছবি পাঠানো হলে তারা এটিকে ক্যান্টরের কুকরি নামে পরিচয় করিয়ে দেন।’

সাপটি বর্তমানে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়েছে বলেও জানান বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক।

এসএইচ-১৩/০৯/২২ (আঞ্চলিক ডেস্ক)