নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় দেশের বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ মতিউল ইসলাম।
আপনার জিজ্ঞাসার ২২৯১তম পর্বে মেয়েরা মারা যাওয়ার পর মসজিদে ঘোষণা দেওয়া ঠিক কি না, সে বিষয়ে মেইলে জানতে চেয়েছেন হাসিনা এরিন। অনুলিখন করেছেন জান্নাত আরা পাপিয়া।
প্রশ্ন : মেয়েরা মারা যাওয়ার পর মসজিদে ঘোষণা দেওয়া কি ঠিক?
উত্তর : এতে অসুবিধা নেই। কোনো ব্যক্তির মৃত্যুর ঘোষণা দেওয়া, যে অমুক মারা গেছে, তাঁর জানাজা এতটার সময় হবে, এগুলো বলাতে কোনো অসুবিধা হবে না, ইনশাআল্লাহ।
আরএম-১২/০১/০৫ (ধর্ম ডেস্ক)