একসাথে কোরআনের হাফেজ হলেন চার জমজ বোন

একসাথে কোরআনের

একসাথে চার বোন কোরআনের হাফেজ হয়েছে ফিলিস্তিনে। এই চার বোনের বয়সই ১৮ বছর। তারা চারজনই জমজ।

মজার ব্যাপার হল, একসঙ্গে যেমন তাদের জন্ম, তেমনি একসঙ্গেই তারা বেড়ে উঠছে। একই শ্রেণিতে পড়ছে। এমনকি মাধ্যমিক স্কুল পরীক্ষায় চার বোনের স্কোরও সমান। একই সাথে তারা চারজনও একই সাথে কোরআনের হাফেজ হয়েছে।

এই চার বোনের নাম দিমা, দিনা, সুজানা, রাজানা। তাদের জন্ম জেরুজালেম নগরীর উম্মে তুবা গ্রামে। একটি দরিদ্র পরিবারে তাদের জন্ম। তবে দরিদ্র পরিবারে জন্ম হলেও মেয়েদের শিক্ষায় কোন অভাব রাখেনি বাবা মা। একই সাথে ধর্মীয় শিক্ষাতেও পিছিয়ে থাকুক সেটাও চাননি তারা।

একসঙ্গে শুরু করে একই সঙ্গে কোরআনের হিফজ সমাপ্ত করে তারা। মানিকজোড়ের মতো একই সঙ্গে থাকে তারা। তাদের ব্যাপারে বলা হয়, যেন এমন উজ্জ্বল একটি হার, যার পুঁতি ও পাথরগুলো পরস্পর সাদৃশ্যপূর্ণ। তবে পৃথক হলে স্বতন্ত্র চারটি হার হয়ে উঠবে।

আরএম-১২/২৮/০৭ (ধর্ম ডেস্ক)