দেশে বেড়েই চলেছে শিশু ক্যান্সারে আক্রান্তের সংখ্যা

১৫ ফেব্রুয়ারি শনিবার পালিত হচ্ছে বিশ্ব শিশু ক্যান্সার দিবস। রেকর্ড অনুযায়ি বাংলাদেশে প্রতি বছর প্রায় ১৩ হাজার শিশু ক্যান্সারে আক্রান্ত হলেও বাস্তবে এর সংখ্যা অনেক বেশি। সূত্র: জনকন্ঠ

দেশে ক্যান্সার আক্রান্ত শিশুদের মধ্যে মাত্র ১০ শতাংশেরও কম রোগী চিকিৎসার আওতায় আসছে। তাছাড়া ক্যান্সারে আক্রান্ত শিশু রোগীদের জন্য বিশেষ চিকিৎসার সুব্যবস্থা নেই।

অধ্যাপক ডাঃ আফিকুল ইসলাম বলেন, চিকিৎসায় ৫৮ শতাংশ রোগীকে সুস্থ করা সম্ভব হয়েছে। কিন্তু প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে শিশু ক্যান্সারের ৭৫ শতাংশ নিরাময় করা সম্ভব।

বিএসএমএমইউ’র শিশু ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আফিকুল ইসলাম বলেন, বিগত বছগুলোতে বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত শিশুদের ৯০ শতাংশই মারা যেত।

তিনি বলেন, ২০১২ সালে বিএসএমএমইউতে আলাদাভাবে শিশুদের জন্য চালু হয় ক্যান্সার বিভাগ । এর আগে দেশে কি সংখ্যক ক্যান্সার আক্রান্ত শিশু রয়েছে তার কোন তথ্য ছিল না।

এসএইচ-০৪/১৫/২০ (অনলাইন ডেস্ক)