বিশ্বে করোনায় মৃত পৌণে ৩ লাখ, আক্রান্ত প্রায় ৪০ লাখ

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৪৩৪ জনের।করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ লাখ ৮১ হাজার ৭৮৩ জন।

শুক্রবার দিনগত রাত সাড়ে ১২টায় বিশ্বের করোনা ভাইরাস পরিস্থিতির জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইট থেকে এ তথ্য এ তথ্য পাওয়া গেছে। এতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৬৮ হাজার ১১৯ জন, মারা গেছে ৪ হাজার ৮ জন।

করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে মধ্যে বর্তমানে ২৩ লাখ ৩৪ হাজার ৬৪২ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন ৪৮ হাজার ৫৩২জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়েছেন ১৩ লাখ ৭২ হাজার ৬৮৭ জন।

গত বছরের ডিসেম্বরের চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এরপর ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে ২০৬ জনের মৃত্যু হলো। এ ছাড়া নতুন করে আরো ৭০৯ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৩ হাজার ১৩৪ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

এসএইচ-০১/০৯/২০ (অনলাইন ডেস্ক)