ওমিক্রন আক্রান্ত কিনা, জানা যাবে ২ ঘণ্টায়!

বিশ্বের অধিকাংশ দেশে করোনা সংক্রমণ কিছুটা কমেছিল। এর মধ্যেই আতঙ্ক বাড়াচ্ছে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। করোনার দাপটে সব ক্ষেত্রেই অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে মানুষকে। এমন পরিস্থিতিতে কিছুটা স্বস্তির খবর জানাল ভারতীয় এক সংস্থা। তাদের দাবি, সম্প্রতি তারা তৈরি করে ফেলেছে এমন একটি কিট যাতে ওমিক্রন ধরা পড়বে মাত্র ২ ঘণ্টায়।

দুই সপ্তাহ আগে দক্ষিণ আফ্রিকার বিজ্ঞানীরা করোনাভাইরাসের এ নতুন ধরন বা ভ্যারিয়েন্টটি শনাক্ত করার কথা জানান। করোনার নতুন এই ধরন ইতোমধ্যে বিশ্বের ৫৭টি দেশে ছড়িয়ে পড়েছে।

বাংলাদেশেও ওমিক্রন শনাক্ত হয়েছে বলে শনিবার জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। জিম্বাবুয়ে ফেরত বাংলাদেশের দুই নারী ক্রিকেটারের শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে। এমন পরিস্থিতিতে টিকা কর্মসূচির ওপর জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বর্তমানে যে হারে ওমিক্রনের সংক্রমণ বাড়ছে। সেক্ষেত্রে জেনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে করোনা ভাইরাসের নতুন প্রজাতির হদিস পেতে ৪ থেকে ৫ দিন লেগে যাচ্ছে। এর মধ্যেই জানা গেল, মাত্র ২ ঘণ্টায় ওমিক্রন শনাক্ত করার কিট আবিষ্কার করেছেন ভারতের গবেষকরা।

ভারতীয় সংবাদ মাধ্যম জিনিউজের প্রতিবেদনে জানা গেছে, ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এবং রিজিওনাল মেডিক্যাল রিসার্চ সেন্টার (আরএমআরসি) যৌথ প্রচেষ্টায় ওই কিটটি তৈরি করেছে। যাতে মুখ্য ভূমিকা পালন করেছেন চিকিৎসক বিশ্বজ্যোতি বোর্কাকোটি।

সংবাদ মাধ্যমকে তিনি জানান, এই নতুন কিটের মাধ্যমে মাত্র ২ ঘণ্টায় ধরা পড়বে ওমিক্রন (বি.১.১.৫২৯) ভাইরাস।

এই কিট এক যুগান্তকারী আবিষ্কার হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় রোববার সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৫ হাজার ৪২৫ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৫ লাখ ২ হাজার ৩৮৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

এসএইচ-১৮/১২/২১ (অনলাইন ডেস্ক)