পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘ডেভিল ধূমকেতু’, সংঘর্ষের শঙ্কা!

বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের চেয়েও অনেক বড় একটি ধূমকেতু পৃথিবীর দিকে ধেয়ে আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মাউন্ট এভারেস্টের চেয়ে তিন গুণ বড় হওয়ায় এবং দেখে ‘শিং’ আছে বলে মনে হওয়ায় এটিকে বলা হচ্ছে ‘ডেভিল ধূমকেতু’।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ডসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবরে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞানীরা বলছেন, ‘১২পি’ নামে পরিচিত এই বিশাল ধূমকেতুটি পৃথিবীর কাছাকাছি আসার সঙ্গে সঙ্গে টেলিস্কোপ ছাড়াই দৃশ্যমান হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্টের তথ্যানুসারে, গত ৫ এবং ৭ অক্টোবর ‘ডেভিল ধূমকেতু’ বিস্ফোরিত হয়। ফলে এটির অতিরিক্ত কিছু ফুটেজ পান জ্যোতির্বিজ্ঞানীরা। যেখানে দেখা যায়, ধূমকেতুটি থেকে দুটি ‘শিং’ উদ্ভূত হচ্ছে।

ধূমকেতুটিকে ‘ক্রায়োভোলক্যানিক’ বলা হয়, যার অর্থ এটি একটি ঠান্ডা আগ্নেয়গিরি। এটি প্রায় ৩০ কিলোমিটার প্রশস্ত। কিছু বিশেষজ্ঞ রসিকতা করে বলেছেন, অদ্ভুত আকৃতির হওয়ায় ডেভিল ধূমকেতুকে বৈজ্ঞানিক কল্পকাহিনীর মহাকাশযানের মতো দেখায়, যেমন ‘স্টার ওয়ারস’-এর মিলেনিয়াম ফ্যালকন।

এদিকে পৃথিবীর সঙ্গে বিশাল এই ধূমকেতুর সংঘর্ষ হতে পারে কি না, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন অনেকে। তবে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে বিজ্ঞানীরা বলছেন, ২০২৪ সাল পর্যন্ত পৃথিবীর খুব কাছে আসবে না ডেভিল ধূমকেতু। কাছে আসলে এটি টেলিস্কোপ ছাড়াই দেখা যাবে।

এছাড়া নির্দিষ্ট সময় পর এটি মহাকাশে ফিরে যাবে এবং ২০৯৫ সাল পর্যন্ত পুনরায় আর পৃথিবীর কাছাকাছি আসবে না।

এসএইচ-১৭/২৪/২৩ (অনলাইন ডেস্ক)