ফিফা র‌্যাঙ্কিং: শীর্ষে বেলজিয়াম, অপরিবর্তিত বাংলাদেশ

ফুটবল বিশ্বের দলগুলোর সর্বশেষ র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা। শীর্ষে থেকেই বছর শেষ করতে চলেছে রাশিয়া বিশ্বকাপে তৃতীয় স্থান অধিকারী বেলজিয়াম। বিশ্বচ্যাম্পিয়ন হয়েও মাত্র এক পয়েন্টে পিছিয়ে থেকে ২০১৮ শেষে দ্বিতীয়স্থানে রইল ফ্রান্স।

ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার র‍্যাংকিং অনুযায়ী ব্রাজিল বছর শেষ করতে চলেছে তৃতীয়স্থানে থেকেই। ফরাসীদের কাছে হেরে রাশিয়া বিশ্বকাপে রানার্স আপ ক্রোটরা ২০১৮ শেষে রইল চতুর্থস্থানে। বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়া রয়েছে চতুর্থ স্থানে।

বাকিদের অবস্থান মোটামুটি একই আছে। উয়েফা ন্যাশন্স লিগের ফাইনালে ওঠা ইংল্যান্ড ও পর্তুগাল রয়েছে যথাক্রমে পঞ্চম ও ষষ্ঠ স্থানে। সপ্তম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ঊরুগুয়ে, স্পেন ও ডেনমার্ক।

বছর শেষে র‍্যাংকিংয়ে প্রথম দশে ঠাই হয়নি লাতিন আমেরিকান জায়ান্ট মেসির আর্জেন্টিনার। একাদশতম স্থানে রয়েছে তারা। আর ২০২২ বিশ্বকাপ আয়োজক দেশ কাতার চলতি বছর শেষ করতে চলেছে ৯৩ তম স্থানে থেকে।

বাংলাদেশের অবস্থান অপরিবর্তিত রয়েছে। ৯০৭ পয়েন্ট নিয়ে ১৯২তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।

একনজরে ২০১৮ শেষে ফিফা র‍্যাংকিংয়ে প্রথম দশ:

বেলজিয়াম (১৭২৭)

ফ্রান্স (১৭২৬)

ব্রাজিল (১৬৭৬)

ক্রোয়েশিয়া (১৬৩৪)

ইংল্যান্ড (১৬৩১)

পর্তুগাল (১৬১৪)

ঊরুগুয়ে (১৬০৯)

সুইজারল্যান্ড (১৫৯৯)

স্পেন (১৫৯১)

ডেনমার্ক (১৫৮৯)

এসএইচ-২০/২১/১২ (স্পোর্টস ডেস্ক)