সাকিবকে নিয়ে ক্রিকইনফো বিশেষজ্ঞের ওয়ানডে দল ঘোষণা

বছর শেষে ক্রিকেটের ২০১৮ সালের পঞ্জিকাবর্ষে কে কেমন খেললো এ নিয়ে চলছে আলোচনা, সাজোনো হচ্ছে সেরা দল। ভারতের সাবেক ক্রিকেটার ও ক্রিকেটের সবচেয়ে বড় নিউজপোর্টাল ক্রিকইনফোর বিশেষজ্ঞ দ্বীপ দাশগুপ্তা সাজিয়েছেন সেরা ওয়ানডে দল। আর সেখানে অলরাউন্ডার ক্যাটাগরিতে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান।

বিশেষজ্ঞদের এই দলে ভারতের রোহিত শর্মা ও ইংল্যান্ডের জনি বেয়ারস্টো আছেন ওপেনার হিসেবে। অনুমিতভাবেই তিনে রয়েছেন ভারতের বিরাট কোহলি। চার ও পাঁচে আছেন যাথাক্রমে ইংল্যান্ডের জো রুট ও পাকিস্তানের বাবর আজম।

স্পিন অলরাউন্ডার হিসেবে সাকিব আছেন এরপরেই। তবে দলের পেস বোলিং অলরাউন্ডার হিসেবে রাখা হয়েছে ইংল্যান্ডের বেন স্টোকসকে।

স্পিনার হিসেবে আছেন আফগানিস্তানের রশিদ খান ও ভারতের কুলদ্বিপ যাদব। আর দুই পেসার হলেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা ও ভারতের জসপ্রিত বুমরাহ।

ওয়ানডে দল:
রোহিত শর্মা, জনি বেয়ারস্টো, বিরাট কোহলি, জো রুট, বাবর আজম, সাকিব আল হাসান, বেন স্টোকস, রশিদ খান, কুলদ্বিপ যাদব, কাগিসো রাবাদা ও জসপ্রিত বুমরাহ।

এসএইচ-১৮/৩১/১৮ (স্পোর্টস ডেস্ক)