ধোনির হেলিকপ্টার শটে ভাগ বসালেন রশিদ

ধোনির হেলিকপ্টার শটে ভাগ বসালেন রশিদ

ব্যাট হাতে ‘হাল্লা বোল’৷ ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকিয়ে ক্রিকেটদুনিয়ায় সোরগোল ফেলে দিলেন আরও এক আফগানি৷ ছক্কা হাঁকানোর সেই ভিডিওই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷

ক্রিকেটভক্তদের কাছে মহম্মদ শেহজাদ নামটা ইতিমধ্যেই বেশ পরিচিত৷ ধোনির মতো মারকুটে, সেই সঙ্গে মাহির মতো হেলিকপ্টার শট মারতে পারেন আফগান এই ব্যাটসম্যান৷ শেহজাদের পর আরও এক আফগান ক্রিকেটারের ব্যাটে দেখা গেল ধোনির হেলিকপ্টার শট৷

অস্ট্রেলিয়ার জয়প্রিয় বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে ধোনির মতো হেলিকপ্টার শট হাঁকালেন আফগানিস্তানের লেগ-স্পিনার রশিদ খান৷ বোলার হিসেবে ক্রিকেট কেরিয়ার শুরু করলেও ক্রমেই বোলিং অল-রাউন্ডার হিসেবে পরিচিতি তৈরি করছেন তিনি৷ বিশেষ করে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর চাহিদা এখন তুঙ্গে৷

ভারতের মিলিয়ন ডলার টুর্নামেন্ট আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলতে দেখা যায় রশিদকে৷ বোলিংয়ের পাশাপাশি কমলা ব্রিগেডের হয়েও ব্যাট হাতে অনেক ম্যাচেই ত্রাতার ভূমিকায় পাওয়া গিয়েছে রশিদকে৷

বৃহস্পতিবার সেই রাশিদকেই বিগ ব্যাশ লিগের ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে ধোনির ট্রেডমার্ক হেলিকপ্টার শট হাঁকাতে দেখা গেল৷ এর আগে টি-টেন ক্রিকেটে মাহির জয়প্রিয় এই শটটি প্রয়োগ করেছিলেন সীমিত ওভারের ক্রিকেটের বোলিং সেনসেশন৷

এদিন অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে আট নম্বরে ব্যাটিং করতে নেমে দু’টি বাউন্ডারি ও দু’টি ছয়ের সাহায্যে ২১ রানের ক্যামিও ইনিংস খেলেন আফগান ক্রিকেটার৷

রশিদের দুরন্ত ইনিংসে ভর করে মেলবোর্ন রেনেগেডসের বিরুদ্ধে ছয় উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে অ্যাডিলেড স্ট্রাইকার্স৷ ইনিংসের ১৯ ও ২০তম ওভারে দু’টি হেলিকপ্টার শট হাঁকান রশিদ৷

এসএইচ-০৪/০৪/১৯ (স্পোর্টস রিপোর্টার)