রাজনীতির বাইশ গজে কেমন হবেন গম্ভীর

সত্যিই কি রাজনীতির চৌকাঠে পা রাখছেন গম্ভীর? ক্রিকেটকে গুডবাই জানানোর পর দু’বারের বিশ্বকাপারকে নিয়ে বিভিন্ন মহলে এই প্রশ্ন ঘোরাফেরা করছে৷ জল্পনার মেঘ সরিয়ে সব প্রশ্নের উত্তর নিজেই দিলেন ভারতীয় ক্রিকেটের ‘ডবল জি’৷

রাজনীতির বাইশ গজে নিজের অভিষেকের প্রশ্নে প্রাক্তন ভারতীয় ওপেনারের ব্যাটে ঝড়৷ ক্রিকেটের বাইশ গজে তাঁকে সবসময়ই আক্রমণাত্মক ব্যাটিং করতে দেখা গিয়েছে৷ এবার রাজনীতি প্রশ্নও চালিয়ে খেললেন গম্ভীর৷

সর্বভারতীয় প্রচারমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে গম্ভীর জানিয়েছেন, ‘ক্ষমতার পিছনে দৌড়ানো আমার রক্তে নেই৷ সত্যি কথা বলতে কোনদিন রাজনীতিতে আসব, এমন কোনও সুপ্ত বাসনাও নেই৷

সত্যিই যদি কোন দিনও রাজনীতির চৌকাঠে পা রাখতে হয়, সেক্ষেত্রে আমার ক্রিকেট কৃতিত্ব যেন বিবেচনা না করা হয়৷ মানুষ গম্ভীরকে দেশ গড়ার কারিগড় বলে মনে হলে তবেই আমায় ভোট দেবেন৷’ নিজের রাজনৈতিক অভিষেক নিয়ে খোলসা করে কিছু না বললেও রাজনীতির বাইশ গজে তাঁর রোল কেমন হবে শুনিয়ে দিলেন গম্ভীর৷

ডবল জি’র কথাতেই স্পষ্ট ভারতীয় জনতা তাঁকে যোগ্য প্রতিনিধি মনে করলে রাজনীতির ময়দানে ছয়-চার হাঁকাতে ব্যাটন ধরতে রাজি গম্ভীর৷ তবে আর পাঁচ জন রাজনৈতিক নেতার চেয়ে গম্ভীরের ভূমিকা যে আলাদা হবে বলাই যায়৷

দেশের জার্সিতে দু’টি বিশ্বকাপ জিতেছেন, সেই সঙ্গে আইপিএলে নেতৃত্ব নিয়ে কলকাতা নাইট রাইডার্সকে দু’বার চ্যাম্পিয়ন করেছেন৷ বাইশ গজে নেতৃত্ব দিয়ে সফল৷ এবার রাজনীতির ময়দানে নামতে হলে গম্ভীর কেমন ব্যাট করে, সেটাই এখন দেখার৷

এসএইচ-১৯/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)