কুমিল্লার সামনে ১২৮ রানের টার্গেট দিল সিলেট

বিপিএলের দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে রানের টার্গেট দিলো সিলেট সিক্সার্স। এর আগে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সিলেট শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে।

এরপর আফিফ হোসেন (১৯), নিকোলাস পুরান (৪১) ও অলকা কাপালির (১৯) রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে সিলেট সিক্সার্স।

এদিন কুমিল্লার পক্ষে টস করতে নেমেছেন আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসিত অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। আগেরদিনই কুমিল্লা ভিক্টোরিয়ান্স সুত্রে জানা গিয়েছিলো এবার আর তামিম ইকবাল নন, দলকে নেতৃত্ব দেবেন স্মিথই।

শনিবার জানা গিয়েছিলো, এবার তামিম ইকবাল নন, কুমিল্লাকে নেতৃত্ব দেবেন স্মিথ।

এদিকে, সিলেট সিক্সার্স’র নেতৃত্বে রয়েছেন আরেক অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনিও বল বিকৃতি কাণ্ডে আন্তর্জাতিক ক্রিকেটে এক বছরের জন্য নির্বাসিত।

দিনের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে মেহেদী হাসানকে তুলে মারতে গিয়ে মিড উইকেটে স্টিভেন স্মিথের তালুবন্দি হন লিটন। আর মাত্র হাত খুলে মারতে থাকা ওয়ার্নার শিকার হয়েছেন রান আউটের।

চার নম্বরে নামা আফিফ হোসেন শুরু থেকেই পিটিয়ে খেলতে থাকেন। কিন্তু তার ইনিংসটিও দীর্ঘস্থায়ী হয়নি, বোল্ড হয়ে যান মোহাম্মদ সাইফউদ্দীনের বলে। আউট হওয়ার আগে ১৬ বলে ১৯ রান করেছেন তিনি, মেরেছেন ৩টি চার।

আফিফের পর শহীদ আফ্রিদির এলবিডাব্লুর শিকার হয়ে মাঠ ছাড়েন তিন নম্বরে নামা তৌহিদ হৃদয়। ২৪ বলে খেলে ৮ রান করেছেন তিনি। বেশিক্ষণ টিকে পারেননি সাব্বির রহমানও। ৫ বলে ৭ রান করে মেহেদী হাসানের বলে এনামুল হককে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন তিনিও।

কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দীন ও মোহাম্মদ শহীদ।

এসএইচ-১০/০৬/১৯ (স্পোর্টস ডেস্ক)