রাজশাহীর জয় পেতে চায় ১১৮ রান

বিপিএলের বুধবারের দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বলতে গেলে রাজশাহী কিংসের বোলাররাই দাপট দেখিয়েছে। রাজশাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৭ রান করতে পেরেছে খুলনা। অর্থাৎ ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নামবে রাজশাহী।

খুলনার ইনিংসে প্রথম আঘাতটি হানেন মোস্তাফিজুর রহমান। ভয়ঙ্কর পল স্টার্লিংকে আউট করে প্রতিপক্ষের ইনিংসের ধস নামান তিনি। স্টার্লিং ১৪ বলে এদিন ১৬ রানই করতে পেরেছেন।

এর কিছুক্ষণ পর অন্য ওপেনার জুনাইদ সিদ্দীকিও বিদায় নেন ইসুরু উদানার বলে। ১৮ বলে ২৩ রান করেছেন জুনাইদ। যা খুলনার ইনিংসের সর্বোচ্চ ব্যক্তিগত রান।

এরপর খুলনার আর কোন ব্যাটসম্যানই বড় রান পাননি। জুনাইদের পর উল্লেখ করার মতো রান করেছেন ডেভিড মালান। তিনি ১৮ বলে ২২ রান করেন। এছাড়া ডেভিড ওয়েসি ১৪, আরিফুল হক ১২ ও অধিনায়ক মাহমুদউল্লাহ ১১ রান করেন।

রাজশাহীর হয়ে ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন উদানা। এছাড়া মোস্তাফিজ নিয়েছেন দুই উইকেটে। একটি করে নিয়েছেন আরাফাত সানি, কাইস আহমেদ ও সৌম্য সরকার।

এসএইচ-২০/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)