রোনালদোকে ছাপিয়ে গেল ব়্যাশফোর্ড

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাপিয়ে গেলেন তরুণ মার্কাস ব়্যাশফোর্ড৷ রোববার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে প্রিমিয়র লিগে শততম ম্যাচ খেলে ফেললেন একুশের স্ট্রাইকার৷

লেস্টার সিটির বিরুদ্ধে গোল করে ম্যান ইউকে জেতান মার্কাস৷ সেই সঙ্গে রোনালদোকে টপকে রেকর্ডবুকে নাম তুলে ফেললেন তরুণ ফুটবলার৷

২০০৩-২০০৯ প্রায় ছয় বছর ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে চাপিয়েছেন রোনালদো ৷ রেড ডেভিলসদের হয়ে প্রিমিয়র লিগের প্রথম একশো ম্যাচে রোনালদোর গোল সংখ্যা ছিল ১৯৷ সেই সংখ্যাই এদিন টপকে গেলেন ব়্যাশফোর্ড৷

রোববারের ম্যাচের ৯ মিনিটের মাথাতে লেস্টার সিটির জাল কাঁপান ব়্যাশফোর্ড৷ ম্যান ইউয়ের হয়ে প্রিমিয়র লিগে শততম ম্যাচ শেষে ব়্যাশফোর্ডের গোলের সংখ্যা ২৬৷ অর্থাৎ প্রিমিয়র লিগে ম্যান ইউয়ের হয়ে প্রথম একশো ম্যাচে রোনালদোর চেয়ে সাতটি গোল বেশি করছেন ব্রিটিশ ফুটবলার৷

শুধু তাই নয়, ম্যাঞ্চেস্টারের জার্সিতে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৫০ ম্যাচেও গোলদাতা হিসেবে রোনালদোর চেয়ে এগিয়ে ব়্যাশফোর্ড৷ একুশের স্ট্রাইকারের গোলের সংখ্যা ৪১৷ সেখানে রোনালদোর গোলের সংখ্যা ৩২৷

ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ছয় বছরের ফুটবল কেরিয়ারে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে ১৯৬ ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৮৪টি৷

এসএইচ-২১/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)