ভারত সফরে স্টার্ক-হ্যাজেলউড অনিশ্চিত

আসন্ন ভারত সফরে অস্ট্রেলিয়া দলে বড় ধাক্কা! বিশ্বকাপের আগে বিরাট কোহলিদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ান ডে এবং দু’ ম্যাচের টি-২০ সিরিজে অনিশ্চিত অজি বোলিংয়ের দুই স্তম্ভ মিচেল স্টার্ক এবং জোস হ্যাজেলউড৷ বৃহস্পতিবার ভারত সফরের দল ঘোষণা করতে চলেছে বিশ্বচ্যাম্পিয়নরা৷

সম্প্রতি ঘরের মাঠে ভারতের কাছে পর্যুদস্ত হয়েছে অস্ট্রেলিয়া৷ টেস্ট ও ওয়ান ডে সিরিজ খুঁইয়েছে অজিবাহিনী৷ এবার ভারতে আসছে অস্ট্রেলিয়া৷ কিন্তু তার আগেই দুঃসংবাদ৷ চোটের জন্য টিম পেইনের দলের সঙ্গে ভারতে নাও আসতে পারেন স্টার্ক ও হ্যাজেলউড৷ ক্যানবেরায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে ১০টি উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন স্টার্ক৷ কিন্তু তার পর সফট টিসু ইনজুরি সমস্যায় ভুগছেন ডানহাতি এই অজি পেসার৷

স্টার্কের সতীর্থ হ্যাজেলউডও পিঠের ব্যাথার জন্য ভারত সফরে নাও আসতে পারেন৷ সুতরাং এই দু’জনের অনপস্থিতি বিশ্বকাপের প্রস্তুতিতে নিঃসন্দেহে ধাক্কা খাবে দল৷ ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসে বসছে দ্বাদশ বিশ্বকাপের আসর৷ গতবারের চ্যাম্পিয়ন হিসেবে মাঠে নামবে অস্ট্রেলিয়া৷

বিশ্বকাপের আগে অবশ্য নির্বাসন মুক্ত হয়ে মাঠে নামতে পারেন ক্যাপ্টেন স্টিভ স্মিথ ও ওপেনার ডেভিড ওয়ার্নার৷ কিন্তু ভারত সফরের আগে নির্বাসন উঠছে না দুই অজি তারকা ক্রিকেটারের৷ ২৯ মার্চের পর জাতীয় দলে ফেরার রাস্তা খুলবে স্মিথ-ওয়ার্নারের৷ গত বছর মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপ টাউন টেস্টে বল বিকৃতি কাণ্ডে এক বছরের জন্য নির্বাসিত হন স্মিথ ও ওয়ার্নার৷

ভারত সফরে অজিদের প্রথম ম্যাচ ২৪ ফেব্রুয়ারি৷ প্রথমে দু’টি টি-২০ তার পর পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ৷ টি-২০ ম্যাচ দু’টি হবে বিশাখাপত্তনম ও বেঙ্গালুরুতে৷ ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ ২ মার্চ, হায়দরাবাদে৷ চলতি বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার দ্বি-পাক্ষিক ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত৷

এসএইচ-০৯/০৭/১৯ (স্পোর্টস ডেস্ক)