আর ৯২ রান, তাতেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানে পৌঁছে যাবেন মাহেন্দ্র সিং ধোনি। তিন ফরম্যাট মিলিয়ে এই রানে পৌঁছাবেন তিনি।
২০১৮ সাল খুব একটা ভালো যায়নি ধোনির। একটা ফিফটিও আসেনি। কিন্তু ২০১৯ সালের শুরু থেকে ধারাবাহিক রয়েছেন ধোনি। অস্ট্রেলিয়ার মাটিতে জানুয়ারিতে হওয়া তিন ম্যাচের সিরিজের সেরাও হন তিনি। ওই সিরিজে তিন ইনিংসে মাত্র একবার আউট হয়েছিলেন। করেছিলেন ১৯৩ রান।
নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে করেন ৪৯ রান। গড় ছিল সেটাই। সর্বাধিক ছিল অপরাজিত ৪৯। চলতি বছরে যারা অন্তত পাঁচ ওয়ানডে খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভালো গড় তারই। ধোনির গড় এখন ১২১, যা চোখ কপালে তোলার মতোই!
কোনও ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলে ফিরে এসেছেন পরের ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে যেমন। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে ৩৭ বলে অপরাজিত ছিলেন ২৯ রানে। বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে ২৩ বলে করলেন ৪০।
শনিবার শুরু হওয়া ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আবার ধোনির সামনে এক মাইলস্টোনের হাতছানি। ষষ্ঠ ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানে পৌঁছাতে প্রাক্তন অধিনায়কের চাই আর ৯২ রান। টেস্টে ৪,৮৭৬ রান রয়েছে ধোনির। একদিনের ক্রিকেটে রয়েছে ১০,৪১৫ রান। টি-টোয়েন্টিতে রয়েছে ১,৬১৭ রান।
ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিন ফরম্যাট মিলিয়ে সবচেয়ে বেশি রান রয়েছে সচিন টেন্ডুলকারের (৩৪, ৩৫৭ রান)। রাহুল দ্রাবিড় (২৪,২০৮ রান), বিরাট কোহালি (১৯, ৪০৯ রান), সৌরভ গাঙ্গুলি (১৮,৫৭৫ রান), বীরেন্দ্র শেবাগ (১৭,২৫৩ রান) রয়েছেন ধোনির উপরে।
শুক্রবার ধোনি অবশ্য চোট পেয়েছেন নেটে। তবে তা তেমন গুরুতর নয় বলেই মনে করা হচ্ছে। আর ধোনি যদি খেলেনও তা হলেও শনিবারই ১৭ হাজারে পৌঁছানো সহজ হবে না। কারণ, ব্যাটিং অর্ডারে যেখানে তিনি নামেন, সেখানে প্রত্যেক ম্যাচে বেশি বল খেলার সুযোগ তার নেই। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে এই রেকর্ড না হলেই অবাক হবেন ক্রিকেটপ্রেমীরা।
এসএইচ-১০/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)