বাংলাদেশ ইনিংস ব্যবধানে হারল

হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ব্যবধানে হেরেছে সফরকারী বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতায় চারদিনেই শেষ হয়েছে ম্যাচ। তবে এর মাঝেও ছিল কিছু আলোর ঝলকানি। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের মধ্যে সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। দ্বিতীয় ইনিংসে দারুণ লড়াই করেছেন সৌম্য সরকার ও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। দুজনেই পেয়েছেন তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা। এরপরও এমন বাজেভাবে হারল টাইগার বাহিনী। কিউইদের কাছে টাইগারদের হার এক ইনিংস ও ৫২ রানে।

নিউজিল্যান্ডের ব্যাটিং ও বোলিংয়ে আধিপত্যে ইনিংস পরাজয় এড়ানোর প্রাথমিক লক্ষ্য নিয়ে চতুর্থ দিনে খেলতে নামে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে তাদের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৭৪ রান। পঞ্চম উইকেট জুটিতে দারুণ খেলে ২৩৫ রানের পার্টনারশিপ গড়েন সৌম্য ও মাহমুদউল্লাহ।

তৃতীয় দিন শেষে ৩৯ রানে অপরাজিত থাকা সৌম্য এদিন ক্যারিয়ারে ১২তম টেস্টে অভিষেক সেঞ্চুরির দেখা পান। আর এই সেঞ্চুরি করার পথে ছুঁলেন তামিম ইকবালের দেশের হয়ে দ্রুততম টেস্ট শতকের রেকর্ড। শেষ পর্যন্ত ট্রেন্ট বোল্টের বলে বোল্ড হওয়ার আগে ১৭১ বলে ১৪৯ রান করে। ইনিংসে ২১টি চার ও ৫টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

সৌম্যর পর সেঞ্চুরির দেখা পান মাহমুদউল্লাহ রিয়াদও। শুধু সেঞ্চুরি করেই বসে থাকনেনি। খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস। শেষ পর্যন্ত তিনি টিম সাউদির বলে বোল্টকে ক্যাচ দেওয়ার আগে ২২৯ বলে ২১টি চার ও ৩টি ছক্কায় ১৪৬ রান করেন।

বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এ দু’জন ছাড়া ওপেনার তামিম ইকবাল প্রথম ইনিংসে সেঞ্চুরির পর ৭৪ রান করেছিলেন। আর আরেক ওপেনার শাদমান ইসলাম করেন ৩৭। তবে দলের আর কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে না পারায় ইনিংস পরাজর বরণ করতে হয় টাইগারদের।

নিউজিল্যান্ডের পক্ষে পাঁচ উইকেট পেয়েছেন ট্রেন্ট বোল্ট। এছাড়া টিম সাউদি ৩টি ও নেইল ওয়াগনার দুটি উইকেট পান। ম্যাচ সেরা হয়েছেন ডাবল সেঞ্চুরি করা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

হারের চার কারণ

ব্যাটিংএ ভালো করা সত্ত্বেও বাংলাদেশ টেস্ট ম্যাচটি হেরে যাবার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে দলের কৌশল এবং শুরু থেকে দলের পারফরম্যান্সের ধারাবাহিকতা দুই ক্ষেত্রেই রয়েছে কিছু উল্লেখযোগ্য দিক, যা এই পরাজয়ের দিকে নিয়ে গেছে দলকে।

১. ভালো শুরু ধরে না রাখা

শুরুটা ভালো হলেও সেটা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। স্কোর কার্ডের একেবারে ওপরে তামিমের ১২৬ রান ছাড়া বাংলাদেশের কোনো ব্যাটসম্যানই ৩০ এর ওপর রান করতে পারেননি। ১৪৯ রানে ৪ উইকেট থেকে ২৩৪ রানে ১০ উইকেট হারায় বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান মুমিনুল হক নিউজিল্যান্ডের মাটিতে দুই ইনিংস মিলিয়ে মাত্র ২০ রান তোলেন।

২. নেইল ওয়েগনারকে সামলানো

প্রথম ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় মূলত শুরু হয় চতুর্থ বোলার হিসেবে নেইল ওয়েগনারের হাতে বল ওঠার পর। ১২১ রানে দ্বিতীয় উইকেটের পতন ঘটে মুমিনুল হকের। এরপর একে একে মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লা রিয়াদ, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজের উইকেট পান তিনি। বেশির ভাগ বল শর্ট পিচে রেখে, বডিলাইনে বোলিং করেন ওয়েগনার যা বাংলাদেশের ব্যাটসম্যানরা সামলাতে ব্যর্থ হন।

৩. পেস বোলারদের উইকেটে পেসারদের ব্যর্থতা

বোলিংয়েও বাংলাদেশ ইতিহাসেরই অন্যতম ব্যর্থ প্রদর্শনী দেখা যায়। তিনজন পেস বোলার মিলে ৩৫৯ রান দেন মোট ৮৭ ওভার বল করে। আর উইকেট নেন মাত্র একটি। খালেদ আহমেদ প্রায় ৫ করে রান দেন গড়ে।

হ্যামিলটনের উইকেটে বাতাস ও সুইং থাকায় পেস বোলাররা বাড়তি সুবিধা পেয়ে থাকে। বাংলাদেশের মোট ২০টি উইকেটই নিয়েছেন নিউজিল্যান্ডের পেস বোলাররা। যার মধ্যে দুই ইনিংস মিলিয়ে বোল্ট ৬টি, সাউদি ৬টি, ওয়েগনার ৭টি এবং কলিন ডি গ্র্যান্ডহোম ১টি উইকেট নেন।

৪. মাত্র চারজন ফুলটাইম বোলার নিয়ে মাঠে নামা

হ্যামিলটনের কন্ডিশনে মাত্র চারজন পুরোদস্তুর বোলার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। যাদের মধ্যে সর্বোচ্চ অভিজ্ঞতা মেহেদী হাসান মিরাজের, যিনি ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। এছাড়া ইবাদত হোসেন, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহি তিনজন মিলে মোট টেস্ট ম্যাচ খেলেছেন ৬টি। মেহেদী হাসান মিরাজ সর্বোচ্চ ৪৯ ওভার বল করেন, রান দিয়েছেন ২৪৬, উইকেট পেয়েছেন ২টি।

নিউজিল্যান্ডের ইনিংসে বাংলাদেশের সেরা বোলার ছিলেন সৌম্য সরকার যিনি নিয়মিত বোলার নন। ২১ ওভার বল করে ৬৮ রান দিয়ে ২টি উইকেট নেন সৌম্য। এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদও এক ওভার বল করে একটি উইকেট নেন। তবে পুরো ম্যাচজুড়েই পাঁচ জন মূল বোলারের অভাব দেখা গিয়েছে বাংলাদেশের বোলিং লাইন আপে। যার ফলে ৭১৫ রান তোলে নিউজিল্যান্ড।

তবে এমন বাজে হারের পেছনে প্রথম ইনিংসের ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করছেন টাইগার দলপতি। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, প্রথম ইনিংসে আরেকজন যদি কেউ ইনিংস বড় করতে পারতো, তবে এখন হয়তো গল্পটা অন্যরকম হতো। তবে আশা করি ব্যাটসম্যানদের জন্য আমরা পজিটিভ কিছু নিয়ে যেতে পারছি দ্বিতীয় টেস্টে।

এসএইচ-০৭/০৩/১৯ (স্পোর্টস ডেস্ক)