পাকিস্তানকে বয়কটের অনুরোধ নাকচ করলো আইসিসি

পুলওয়ামা কান্ডের জেরে পাকিস্তানকে আন্তর্জাতিক ক্রিকেটমঞ্চে কোণঠাসা করতে আইসিসিকে কড়া চিঠি লেখে ভারতীয় ক্রিকেট বোর্ড৷ সরাসরি প্রতিবেশি দেশের নাম উল্ল্যেখ না করলেও আইসিসিকে লেখা চিঠিতে বিশ্বকাপের মঞ্চে বয়কট করার আর্জি জানায় বিসিসিআই৷

ভারতীয় বোর্ডের সেই আর্জি চিঠি নিয়েই এবার সিদ্ধান্ত নিল আইসিসি৷ জানিয়ে দিল, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা বর্তমান ভারত-পাকিস্তানের গনগনে সম্পর্কের মাঝে ঢুকতে নারাজ৷

বিশ্বকাপে পাকিস্তানকে একঘরে করার আর্জি নাকচ করেছে আইসিসি৷

সেই সঙ্গে আইসিসির স্পষ্ট ইঙ্গিত বিশ্বমঞ্চে কোনও দেশকে বয়কট করার সিদ্ধান্ত সম্পূর্ণভাবে অন্য দেশের সরকারের উপর নিয়ন্ত্রাধীন৷ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে৷

সম্পূর্ণ কূটনৈতিক কোনও কারণের ভিত্তিতে অ্যাসোসিয়েট কোনও দেশকে ক্রিকেট থেকে বয়কট করার ক্ষমতা তাদের হাতে নেই বলেই জানিয়েছে আইসিসি৷

এসএইচ-২৬/০৩/১৯ (স্পোর্টস ডেস্ক)