রিয়ালে যাওয়ার ইঙ্গিত নেইমারের?

রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোয় বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সেটা ২০১৭ সালের কথা। ওই দলবদলে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলারে পরিণত হয়েছেন ব্রাজিলিয়ান এই সেনসেশন।

কিন্তু এত দামে খেলোয়াড় কিনেও মোটেও স্বস্তিতে নেই প্যারিসের ক্লাবটি। কারণ দলবদলের বাজারে নেইমারকে ঘিরে গুঞ্জনের শেষ নেই।

রাশিয়ার বিশ্বকাপের আগে সেই গুঞ্জন চরমে উঠেছিল। ইউরোপের গণমাধ্যমগুলো সেসময় জানিয়েছিল, রিয়াল মাদ্রিদে যাচ্ছেন নেইমার। কথাবার্তা নাকি সব পাকাপাকি হয়ে গেছে। বিশ্বকাপের পরপরই আনুষ্ঠানকিতা সারা হবে।

বিশ্বকাপ শেষে ধীরে ধীরে নেইমারের রিয়ালের যাওয়ার গুঞ্জন চাপ পড়ে গেল। কিন্তু জানুয়ারির দল বদলের উইন্ডো কাছাকাছি আসতেই আবার গুঞ্জন। পিএসজি ছাড়েছন নেইমার। এবার অবশ্য ভিন্ন ক্লাব—বার্সেলোনা। নেইমার নাকি নিজের সাবেক সতীর্থদের সাথে ড্রেসিং রুম শেয়ার করতে মুখিয়ে আছেন। বার্সাও নিজেদের ‘ঘরের ছেলেকে’ ফেরাতে চাইছে। এই নিয়ে বিস্তর লেখালেখি হল ইউরোপের গণমাধ্যমগুলোতে।

অবশেষে এই গুঞ্জনের আওয়াজও কমে আসল। কিন্তু দল বদলের গুঞ্জন যার নিত্য সঙ্গী তাকে নিয়ে কি আর নিরবতা চলে? সম্প্রতি ব্রাজিলের ‘গ্লোবো টিভি’তে একটি সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। সেখানে তিনি জানিয়েছেন, প্যারিসে সুখেই তিনি আছেন।

কথা উঠেছে রিয়াল মাদ্রিদ নিয়েও। সব মিলিয়ে নেইমার বলেছেন, ‘আমি প্যারিসে ভালোই আছি। কিন্তু ভবিষ্যতের কথা কেউ জানে না, রিয়াল বিখ্যাত ক্লাব। বিশ্বের মধ্যে অন্যতম সেরা। তাদের জন্য সব সময় আমার সম্মান আছে। কিন্তু এখন আমি প্যারিসেই থাকছি।’

তিনি আরেঅ বলেছেন, ‘ফুটবলারের জীবন গতিময়। সব সময় অনিশ্চিত কিছু ঘটে যায়। কেউ জানে না আগামীকাল কী ঘটবে। কিন্তু এখন আমার চোখ শুধুই পিএসজিতে।’

নেইমারের এই হেয়ালিপূর্ণ কথাতে অনেকে খুঁজে পাচ্ছেন রিয়ালের সাথে নেইমারের যোগযোগ! মাদ্রিদের ক্লাবটিতে হয়তো যেতে চাইছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার।

তাকে নিয়ে এই আশঙ্কা কতটা সত্যি হবে তা ভবিষ্যতই বলে দেবে। চোটে পড়ে নেইমার আপাতত মাঠের বাইরে। চিকিৎসার জন্য বর্তমানে ব্রাজিল রয়েছেন তিনি।

এসএইচ-২২/০৪/১৯ (স্পোর্টস ডেস্ক)