বুমরাহ’র বোলিং অ্যাকশনে ভাইরাল খুদে ক্রিকেটার (ভিডিও)

জটিল বোলিং অ্যাকশন, বেশিদূর যাওয়া অসম্ভব! অদ্ভূত বোলিং অ্যাকশনের জন্য ক্যারিয়ারের শুরুতে ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহকে প্রতিদিনই এমন নেগেটিভ মন্তব্য শুনতে হয়েছে ৷ সেই বোলিং অ্যাকশনই এখন তার সেরা সম্পদ৷

এই মুহূর্তে তিন সংস্করণে কোহলির ভারতের সেরা বোলার বুমরাহ৷ ভারতীয় ক্রিকেটে ২০১৮-এর সেরা আবিস্কার৷ ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ভারতের বোলিং বিভাগে সেরা হাতিয়ার মনে করা হচ্ছে তাকে৷ আন্তর্জাতিক ক্রিকেটে জনপ্রিয় হতেই বুমরাহ এবার উঠতি পেসারদের কাছে রোল মডেল৷ সেকারণেই অ্যাকশন নকল করার ক্ষেত্রে বুমরাহর কঠিন বোলিং অ্যাকশনকেই বেছে নিচ্ছে খুদেরা৷

হংকংয়ের অনূর্ধ্ব-১৩ স্থানীয় ক্রিকেট লিগে বুমরাহর মতো বল করে ব্যাটসম্যানকে মাত দিতে দেখা গেল এক খুদে ক্রিকেটারকে৷ সোশ্যাল মিডিয়ার যুগে সেই ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি৷ অবিকল বুমরাহর মতো ছুটে এসে হাত ঘুরিয়ে বল করে হংকংয়ের খুদে ঐ ক্রিকেটার৷

খুদে পেসারের বোলিং অ্যাকশন দেখে জসপ্রীতের ফ্যানদের অনেকেই তাই তাকে জুনিয়র বুমরাহ নাম দিয়েছেন৷ ব্যস্ত ক্রিকেট সূচির মাঝে বুমরাহ এই ভিডিও চোখ রেখেছেন কিনা জানা নেই৷ ভিডিও দেখলে ভারতীয় পেসারের প্রথম প্রতিক্রিয়া কী হবে তা জানতে চেয়ে টুইটে ঝড় তুলেছে নেটিজেন৷

উল্লেখ্য শচিন টেন্ডুলকারের হাত ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের মাধ্যমে আইপিএল মঞ্চে পা-রাখার পর ২০১৬ ভারতীয় দলে অভিষেক হয় গুজরাটের এই ডানহাতি পেসারের৷ ধীরে ধীরে ইউনিক বোলিং অ্যাকশন ও ইয়র্কার ডেলিভারিকে সম্পদ করে ব্যাটসম্যানদের ত্রাস হয়ে ওঠা৷ ক্রমেই জাতীয় দলের সেরা পেসার হিসেবে নিজেকে পরিণত করেন বুমরাহ৷

এক নজরে বুমরাহর ক্রিকেট ক্যারিয়ার-

১০ টেস্টে ৪৯ উইকেট,

৪৫ ওয়ান ডে ম্যচে উইকেটের সংখ্যা- ৮০ উইকেট,

৪২টি টি-টোয়েন্টি ম্যাচে উইকেটের সংখ্যা ৫১টি৷

https://twitter.com/CricketHK/status/1102082345698377730

এসএইচ-১৬/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)