বিশ্বকাপের জন্য ১৫ এপ্রিল টাইগারদের দল ঘোষণা

চলতি বছরের ৩০ মে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের মাটিতে গড়াবে ক্রিকেট বিশ্বকাপ। ব্যাট বলের যুদ্ধ মাঠে গড়াতে তিন মাসও বাকি নেই।কিন্তু এরই মধ্যে দল ঘোষণার সময় বেঁধে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপ শুরুর দেড় মাস আগেই চূড়ান্ত দল দিতে হবে আসরে অংশগ্রহণকারী দেশগুলোকে।

এর ব্যতিক্রম নয় বাংলাদেশ। এপ্রিলের ১৫ তারিখের মধ্যে দল ঘোষণার সময় দিয়েছে আইসিসি। শেষ দিন চূড়ান্ত দল দেবে টাইগাররা। বাংলাদেশ জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানালেন, বিশ্বকাপের আগে আমাদের সব কর্মসূচি ঠিক করা আছে। আইসিসির বেঁধে দেয়া সময় অনুযায়ী ১৫ এপ্রিল আমরা চূড়ান্ত দল দিয়ে দেব।

ইতিমধ্যে বিশ্বকাপের জন্য প্রাথমিক দল ঠিক করা হয়েছে। মূলত খেলোয়াড়দের মানসিকভাবে প্রস্তুত থাকার জন্যই এ দল করা হয়েছে। তিনি বলেন, নির্বাচকরা বসে প্রাথমিক দল তৈরি করেছি। নিউজিল্যান্ডে দলের সাথে থাকা প্রায় সব খেলোয়াড়ই আছেন এ দলে। বিকল্পও রাখা হয়েছে।বিপিএলে ইনজুরি আক্রান্ত তাসকিন আহমেদ ও বিপিএল-ডিপিএলে চমক জাগানো ব্যাটসম্যান ইয়াসির আলীর প্রাথমিক দলে থাকার ইঙ্গিত দিয়েছেন নান্নু।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন নিউজিল্যান্ডে ব্যস্ত সময় পার করছেন।সফর থেকে ফিরে এসে খুব একটা সময় পাবে না টাইগাররা। বিশ্বকাপ শুরুর বেশ আগেই ইংল্যান্ডে পাড়ি জমাবে মাশরাফি বাহিনী। ১ মে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে মাশরাফিরা। স্বাগতিক দলের সঙ্গে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। টুর্নামেন্টটিকে বিশ্বকাপের প্রস্তুতির হিসেবে নেবেন টাইগাররা। বিশ্বকাপের জন্য সেরা একাদশ বেছে নিতে সাহায্য করবে এই সিরিজটি।

ত্রিদেশীয় সিরিজ শেষেই বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হবে। ২ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে অভিযান।কিন্তু এর আগেই ইনজুরি দেখা দিয়েছে টাইগার শিবিরে। চোটে আছেন অলরাউন্ডার সাকিব আল হাসান, কিপার মুশফিকুর রহিম, পেসার তাসকিন আহমেদ।বাঁহাতি ওপেনার তামিম ইকবালেরও আছে হালকা চোট।তাই খেলোয়াড়দের ব্যাকআপ রেখেই বিশ্বকাপের জন্য দল নির্বাচন করতে হবে টাইগারদের।

এসএইচ-১৫/০৭/১৯ (স্পোর্টস ডেস্ক)