জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক ইকোপে ১০ বছর নিষিদ্ধ

জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক পরিচালক ইনোক ইকোপেকে দশ বছরের জন্য সকল ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) তিনটি ধারা ভঙ্গের কারনে আইসিসির অ্যান্টি করাপশন ইউনিট (এসিইউ) তাকে এই নিষেধাজ্ঞা দেয়।

২০১৭ সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটের এক কর্তা রঞ্জন নায়ারের মাধ্যমে ম্যাচ গড়াপেটার প্রস্তাব পাঠানো হয় সাবেক অধিনায়ক গ্রায়াম ক্রেমারের কাছে। তদন্তে বের হয়ে আসে, এই পুরো কাজের পেছনে ইকোপের আদেশ ছিলো।

যদিও গত বছর রঞ্জনকে ২০ বছরের জন্য সকল ধরনের ক্রিকেটের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়। তবে এবার নতুন করে ইকোপের নাম বের হয়ে আসে।

এছাড়া, এসিইউর তদন্তে ইকোপে স্পষ্ট করে প্রশ্নের উত্তর দিতে পারেননি। তার মোবাইল ও অন্যান্য কাগজপত্রেও সন্দেহজনক তথ্য পাওয়া গেছে।

ইচ্ছা করেই তদন্ত কাজে সময় ক্ষেপণ করারও অভিযোগ প্রমাণিত হয়েছে তার বিরুদ্ধে। বর্তমান জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ড আইসিসির এই সিদ্ধান্তকে আন্তরিকভাবেই স্বাগতম জানিয়েছে।

এসএইচ-১৮/০৭/১৯ (স্পোর্টস ডেস্ক)