আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষনা দিলেন ফেলাইনি

বেলজিয়ামের সোনালি প্রজন্মের প্রতিনিধি মারুয়ান ফেলাইনি। ১২ বছর বেলজিয়ামের হয়ে মধ্য মাঠ সামলানোর পর ৩১ বছর বয়সেই বিদায় বলে দিয়েছেন আন্তর্জাতিক ফুটবলকে। শুক্রবার টুইটারে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই মিডফিল্ডার।

অবসরের জন্য খুব বয়স না হলেও পরবর্তী প্রজন্মকে সুযোগ করে দিতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘১২ বছর বেলজিয়ামের প্রতিনিধিত্ব করার পর ফুটবলের এই উঁচু পর্যায় থেকে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফেলাইনি।

টুইটারে তিনি লিখেছেন, ‘আমার মনে হয়েছে অবসরের এটাই সঠিক সময়। যাতে করে পরবর্তী প্রজন্ম বেলজিয়ামের এই সাফল্যভরা পর্বটাকে এগিয়ে নিতে পারে।

রাশিয়া বিশ্বকাপে এবার তৃতীয় হয়েছে বেলজিয়াম। সেই দলটিতে ভূমিকা রাখা ফেলাইনি খেলেছেন মোট ৮৭টি ম্যাচ। বর্তমানে ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা দলটির হয়ে খেলতে পারায় গর্ববোধের কথাই ফুটে উঠেছে ফেলাইনির কথাতে, আমার অনেক স্মরণীয় মুহূর্ত আছে এই দলটির হয়ে। আমি খুবই গর্বিত যে বেলজিয়াম এই মুহূর্তে র‌্যাংকিংয়ের এক নম্বরে অবস্থান করছে।

৫ বছর ম্যানচেস্টার ইউনাইটেডে খেলার পর ফেলাইনি ফেব্রুয়ারিতে যোগ দিয়েছেন চাইনিজ সুপার লিগের দল শ্যানডং লুনেংয়ে। সেখানে যোগ দিয়েই অভিষেকে জয় সূচক গোল উপহার দিয়েছেন।

এসএইচ-১৪/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)