ইনজুরির কারণে দলের সাথে নিউজিল্যান্ড সফরে যেতে পারেননি সাকিব আল হাসান। মিস করেছেন ওয়ানডে সিরিজ। খেলতে পারেননি হ্যামিল্টনের প্রথম টেস্ট। ওয়েলিংটন টেস্টেও মাঠের বাইরে বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক।
মার্চের ৪ তারিখ সাকিবের আঙুলে এক্স-রে করানো হয়েছিল। এক্স-রে রিপোর্ট দেখে আরো ৭ দিনের বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। ১২ মার্চ আরেকটি এক্স-রে করানো হবে। সেই রিপোর্টের ওপরই সাকিবের তৃতীয় টেস্ট খেলা নির্ভর করছে।
এদিকে দলের প্রধান এই রাউন্ডারকে নিয়ে ঝুঁকি নিতে চান না বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সামনেই বিশ্বকাপ। তাই সাকিবের সুস্থতার ওপর বেশি জোর দিচ্ছেন তিনি, ‘সামনেই বিশ্বকাপ। তাই আমি মনে করি তৃতীয় টেস্টে তার খেলার কোন প্রয়োজন নেই। আমরা চাই সম্পূর্ণ সেরে উঠেই সে মাঠে ফিরুক। তাকে নিয়ে আমরা কোন ঝুঁকি নিতে চাই না।
এদিকে কয়েকদিন পরই শুরু হচ্ছে আইপিএল। গেল আসরে খেলতে গিয়ে ইনজুরিতে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। তাই তাকে এবার ছাড়পত্রই দেয়নি বিসিবি। তবে সাকিবকে ছাড়পত্র দেওয়া হয়। কিন্তু বিসিবি সভাপতি চান না পুরোপুরি ফিট না হয়ে আইপিএল খেলুক সাকিব।
সুস্থ হয়ে আইপিএল খেললে কোন আপত্তি নেই বিসিবি সভাপতির। তবে সেই জন্য ডাক্তারের ছাড়পত্র লাগবে বলে জানান তিনি, ‘যদি সে পুরোপুরি সুস্থ না হয়, তবে কিভাবে আইপিএল খেলবে? এটা তো এমন নয়, যে সে জাতীয় দলের জন্য আনফিট আর আইপিএলের জন্য ফিট। যদি সে পুরোপুরি সুস্থ হয় এবং ডাক্তারও বলে তবে সেই আইপিএল খেলতে পারবে। আমরা চাই সে আইপিএলও খেলুক, জাতীয় দলের হয়েও খেলুক। সবকিছু তার ফিটনেসের ওপর নির্ভর করছে।’
এসএইচ-২২/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)