কোহলিদের উপর কেন চটেছে পাকিস্তান?

শুক্রবার অস্ট্রেলিয়ার সাথে সিরিজের তৃতীয় ম্যাচে আর্মি ক্যাপ পরে মাঠে নেমেছিল ভারতীয় দল। কাশ্মীরে আত্মঘাতী হামলায় নিহত সেনা সদস্যদের স্মরণে এই সিদ্ধান্ত নেয় ভারত।

এদিকে বিরাট কোহলির রা আর্মি ক্যাপ পরে মাঠ নামায় বেজায় চটেছে পাকিস্তান। তাদের অভিযোগ, খেলার সাথে রাজনীতি মিশিয়েছে ভারত। এ বিষয়ে আইসিসির কাছে যথাযথ ব্যবস্থাও চান তারা।

রাচিতে ভারতীয় খেলোয়াড়রা মাঠে নামে ভিন্ন এক রূপে। দলের নীল ক্যাপের পরিবর্তে ভারতীয় আর্মির ক্যাপ মাথায় চাপায় তারা। ভারতীয় ক্রিকেট বোর্ড অবশ্য এ ব্যাপারে আগেই ঘোষণা দিয়েছিল।

বিসিসিআইর এমন উদ্যোগে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সালেহ মাহমুদ কুরেশী। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘ভারতীয় খেলোয়াড়দের পেশাদার ক্যাপের পরিবর্তে সামরিক টুপির ব্যবহার পুরো বিশ্ব দেখলেও আইসিসি দেখেনি? আমরা চাই পাকিস্তান ক্রিকেট বোর্ড উদ্যোগ নেওয়ার আগেই আইসিসি এ ব্যাপারে পদক্ষেপ নিক।’

জলপাই-কালো রঙের সাথে বিসিসিআই লোগো সম্বলিত এই ক্যাপ ব্যবহারের ধারণাটি দেন সাবেক কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ম্যাচটি শুরুর আগে কোহলি বলেছিলেন, ‘এটি একটি বিশেষ ক্যাপ। শহীদদের ও তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা প্রদর্শনে আমাদের এই উদ্যোগ।’

খেলার মাঠে ভারতীয়দের এমন আচরণের নিন্দা জানান পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীও। নিজের টুইটারে তিনি লিখেছেন, ‘যদি ভারতীয়রা এমন আচরণ বন্ধ না করে তাহলে পাকিস্তান ক্রিকেট দলের উচিৎ হবে কাশ্মীরে ভারতীয়দের চালানো নৃশংসতার প্রতিবাদ হিসেবে কালো ব্যাজ ধারণ করা।’

এসএইচ-১৮/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)