নিউজিল্যান্ডের ইনিংস ঘোষনা : চাপে বাংলাদেশ

WELLINGTON, NEW ZEALAND - MARCH 11: Tamim Iqbal of Bangladesh is bowled by Trent Boult of New Zealand during day four of the second test match in the series between New Zealand and Bangladesh at Basin Reserve on March 11, 2019 in Wellington, New Zealand. (Photo by Hagen Hopkins/Getty Images)

বৃষ্টির কারণে খেলা হয়নি প্রথম দুই দিন। তৃতীয় দিন থেকে শুরু হয় ম্যাচ। সোমবার শেষ হয়েছে চতুর্থ দিনের খেলা। ওয়েলিংটনে এ পর্যন্ত ম্যাচের যা অবস্থা, তাতে চাপেই আছে বাংলাদেশ। আরেকটি ইনিংস হারের শঙ্কা নিয়ে দিন শেষ করেছে তারা।

নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংস ঘোষণা করেছে ৪৩২ রানে। জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮০ রান করেছে বাংলাদেশ। এখনও স্বাগতিকদের চেয়ে পিছিয়ে ১৪১ রানে।

এদিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতে ট্রেন্ট বোল্টের তোপে পড়ে বাংলাদেশ। দলীয় ৪ রানের মাথায় হারিয়ে ফেলে তামিম ইকবালের উইকেট। ইনিংসের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ৪ রান করেন তামিম।

তিন নম্বরে নামা মুমিনুল হককেও (১০) দ্রুত ফিরিয়ে দেন বোল্ট। এরপর সাদমান ইসলামকে নিয়ে ইনিংস গড়ায় মন দেন মোহাম্মদ মিঠুন। তবে ৩৫ রানের বেশি এ জুটিকে এগুতে দেননি ম্যাট হেনরি। ব্যক্তিগত ২৯ রানে হেনরি বলে আউট হয়ে মাঠ ছাড়েন সাদমান। বাংলাদেশের দলীয় রান তখন ৫৫।

এরপর অবশ্য দিনের বাকিটা সময় নির্বিঘ্নে কাটিয়ে দেন মিঠুন ও সৌম্য সরকার। মিঠুন ২৫* রানে ও সৌম্য ১২ রানে অপরাজিত আছেন।

এর আগে রস টেইলের ২০০, হেনরি নিকোলসের ১০৭ ও কেন উইলিয়ামসনের ৭৪ রানে ভর দিয়ে ৬ উইকেটে ৪৩২ রান করে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।

সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে) :

বাংলাদেশ (প্রথম ইনিংস) : ২১১/১০ (৬১ ওভার) (তামিম ৭৪, সাদমান ২৭, মুমিনুল ১৫, মিঠুন ৩, সৌম্য ২০, মাহমুদউল্লাহ ১৩, লিটন ৩৩, তাইজুল ৮, মোস্তাফিজ ০, রাহী ৪, এবাদত ০*; বোল্ট ৩/৩৮, সাউদি ১/৫২, গ্র্যান্ডহোম ১/১৫, হেনরি ১/৬৭, ওয়াগনার ৪/২৮)।

নিউজিল্যান্ড (প্রথম ইনিংস) : ৪৩২/৬ (ডি.) (৮৪.৫ ওভার) (রাভাল ৩, ল্যাথাম ৪, উইলিয়ামসন ৭৪, টেইলর ২০০, নিকোলস ১০৭, গ্র্যান্ডহোম ২৩*, ওয়াটলিং ৮; রাহী ৩/৯৪, এবাদত ০/৮৪, মোস্তাফিজ ১/৭৪, সৌম্য ০/৩৫, তাইজুল ২/৯৯, মুমিনুল ০/৪১)।

বাংলাদেশ (দ্বিতীয় ইনিংস) : ৮০/৩* (২৩ ওভার) (তামিম ৪, সাদমান ২৯, মুমিনুল ১০, মিঠুন ২৫*, সৌম্য ১২*; বোল্ট ২/৩৪, সাউদি ০/১৮, গ্র্যান্ডহোম ০/৩, হেনরি ১/১৭, ওয়াগনার ০/৮)।

এসএইচ-০২/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)