রিয়ালে ফিরছেন জিদান!

দলের বাজে অবস্থা কাটিয়ে উঠতে আবারও জিনেদিন জিদানকে কোচ হিসেবে পেতে চাচ্ছে রিয়াল মাদ্রিদ। টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতানোর পর রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়েছিলেন জিনেদিন জিদান।

তবে এখনই সান্তিয়াগো বার্নাব্যুতে ফিরতে জিদান রাজি নন বলে জানিয়েছেন রিয়ালের সাবেক সভাপতি র‌্যামন কালদেরন। তিনি বলেন, জিদান এখন আসতে চাইছেন না। তবে জুনে আসার সম্ভাবনার কথা বলেছেন।

এদিকে রিয়ালে ফিরলেও কিছু শর্ত হয়তো যোগ করবেন জিদান। রোনালদোর বিদায়ে যে বিপদ হয়েছিল, এবার তেমন কিছু যেন না হয়, সেটাও নিশ্চিত করতে চাইবেন তিনি। ধারণা করা হচ্ছে দলবদলের সিদ্ধান্ত নিজের হাতে রাখার শর্ত চাইতে পারেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এ ফুটবলার।

এদিকে রিয়ালের চোখ পড়েছে লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপের দিকেও। ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত ছন্দে থাকা ‘

অলরেডস’দের কোচকে নাকি গ্রীষ্মেই আনতে চায় রিয়াল, ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেনডেন্ট সেটাই দাবি করছে। এ ছাড়া টটেনহ্যামের কোচ মাউরিসিও পচেত্তিনোর দিকেও নাকি নজর রয়েছে মাদ্রিদের সেরা ক্লাবটির।

এসএইচ-১৮/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)