ভারত থাকল ২ নম্বরেই

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজ হারলেও আইসিসি’‌র টি–২০ র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান ধরে রাখল ভারত। ব্যাটসম্যানদের ক্রমতালিকায় পাঁচে উঠে এলেন লোকেশ রাহুল।

অসিদের বিরুদ্ধে দুটি টি২০ ম্যাচেই রান পেয়েছিলেন রাহুল। প্রথম ম্যাচে করেছিলেন ৪৭। দ্বিতীয় ম্যাচে ৫০। টি–২০’‌র প্রথম দশে আর কোনও ভারতীয় ব্যাটসম্যান নেই।

ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে রয়েছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কলিন মুনরো। অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন ফিঞ্চ রয়েছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে। বোলারদের মধ্যে প্রথম দশে রয়েছেন ভারতীয়দের মধ্যে একমাত্র কুলদীপ যাদব।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি–২০ সিরিজের দুটি ম্যাচ না খেলায় র‌্যাঙ্কিংয়ে একধাপ নেমে পাঁচে রয়েছেন কুলদীপ যাদব। শীর্ষে রয়েছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

দুই, তিন ও চারে রয়েছেন যথাক্রমে পাকিস্তানের শাদাব খান, ইংল্যান্ডের আদিল রশিদ ও পাকিস্তানের ইমাদ ওয়াসিম।
দলগত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে পাকিস্তান। দ্বিতীয় স্থানে থাকা ভারতের থেকে ১৩ পয়েন্ট এগিয়ে তারা। ইংল্যান্ড আছে তিনে।

এসএইচ-০৪/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)