ভারতের বিশ্বকাপ দল ঘোষণা ১৫ এপ্রিল

আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপের মেগা আসর৷ ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হচ্ছে ২০১৯ এর পঞ্চাশ ওভারের ক্রিকেট বিশ্বকাপ৷ ভারত থেকে মিশন ইংল্যান্ডের বিমানে কারা থাকছেন, সেই নিয়ে ক্রিকেটমহলে আলোচনা এখন তুঙ্গে৷ অপেক্ষার আর মাত্র কদিন৷

চলতি মাসের ১৫ এপ্রিল ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করতে চলেছে বিসিসিআই৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর ১৫ এপ্রিল মুম্বাইয়ে বিশ্বকাপের জন্য ভারতীয় দলের ১৫ সদস্যের নাম ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড৷

বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিন ২৩ এপ্রিল৷ নির্ধারিত দিনের ৮ দিন আগেই নিজেদের বিশ্বকাপ দল ঘোষণা করতে চলেছে বিসিসিআই৷ এর আগে এখনও পর্যন্ত গত বিশ্বকাপের রানার্স দল নিউজিল্যান্ড মিশন ইংল্যান্ডের জন্য নিজেদের দল ঘোষণা করেছে৷

ইতিমধ্যেই ভারতের বিশ্বকাপ দলে ১২ সদস্যের নাম পাকা হয়ে গিয়েছে৷ পনেরো সদস্যের দলে বাকি তিনের জন্যই একাধিক নাম ঘোরাফেরা করছে৷

একনজরে দেখে নেওয়া যাক ভারতের হয়ে কারা থাকছেন-

শিখর ধওয়ান( ওপেনার),

রোহিত শর্মা(ওপেনার)

বিরাট কোহলি(অধিনায়ক)

অম্বতি রায়ডু(চার নম্বরে তিনিই ছিলেন প্রথম পছন্দ)

মহেন্দ্র সিং ধোনি( উইকেট কিপার- ব্যাটসম্যান)

কেদার যাদব (দলের মোস্ট ইউটিলিটি ক্রিকেটার)

হার্দিক পান্ডিয়া( দেশের এক নম্বর অল-রাউন্ডার)

মহম্মদ শামি( পেস ব্রিগেডে নেতা ভূমিকায় থাকবেন)

জসপ্রীত বুমরাহ( কোহলির বোলিং আক্রমণে তুরুপের তাস)

ভুবনেশ্বর কুমার (ইংল্যান্ডের সুইং সহয়ক উইকেট ঘাতক হতে পারেন)

যুজবেন্দ্র চাহাল (স্পিনার)

কুলদীপ যাদব (স্পিনার)
এবার শেষ তিন জনের জন্য লড়াই রয়েছেন কোন কোন ক্রিকেটার-

১) দলের দ্বিতীয় উইকেট কিপার হিসেবে বিশ্বকাপের টিকিট পাবেন কে? আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতায় এগিয়ে দীনেশ কার্তিক৷ ক্রিকেটমহলের অনেকে আবার তরুণ ঋষভ পন্তকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ইংল্যান্ড উড়িয়ে নিয়ে যাওয়ায় পক্ষে মত দিয়েছেন৷

২) ভারতীয় দলের চার নম্বরে কে? এটাই এখন ভারতীয় ক্রিকেটমহলে লাখ টাকার প্রশ্ন৷ অম্বতি রায়ডু ফর্মের ধারে কাছে নেই৷ লোকেশ রাহুল ধারাবাহিক নন! অজিঙ্ক রাহানের নাম ঘোরাফেরা করলেও আইপিএল হতশ্রী পারপরম্যান্সের পর অন্তত তাঁকে নিয়ে স্বপ্ন দেখা চলে না৷ বিকল্প ঋষভ পন্ত হলেও চিন্তার ভাঁজ থাকছে৷ এখনও পরিণত হয়ে ওঠেননি পন্ত৷ উইকেট ছুঁডে় দিয়ে আসার প্রবণতা রয়েছে৷

৩) দ্বিতীয় অল-রাউন্ডার হিসেবে দলে ঢোকার জন্য পা বাড়িয়ে রেখেছেন, বিজয় শংকর৷ চার নম্বরে ফাটকা হিসেবে তাকেও খেলিয়ে দিতে পারেন কোহলি৷

৪) দলের চতুর্থ পেসার কবে হবেন? উমেশকে ভাবা হয়েছে, বিকল্প হিসেবে ঘোরাফোরা করছে খলিল আহমেদের নাম৷ দৌড়ে রয়েছেন সিদ্ধার্থ কউলও৷ ইংল্যান্ডের পেস সহায়ক উইকেটের কথা মাথায় রেখে শেষ পর্যন্ত চতুর্থ পেসার ভাবনায় থাকলে, সেক্ষেত্রে ইংল্যান্ডের বিমানের টিকিট কে পান, সেটাই এখন দেখার৷

এসএইচ-০২/০৯/১৯ (স্পোর্টস ডেস্ক)