অস্ট্রেলিয়ান দল জানালেন ওয়ার্ন, বাদ পড়লেন তিন তারকা

আইপিএলে শেষ হলেই ক্রিকেট বিশ্বকাপের আসর৷ ইংল্যান্ডের মাটিতে ৩০ মে থেকে শুরু হচ্ছে এবারের ক্রিকেট বিশ্বকাপ৷ বিশ্বকাপকে ফোকাসে রেখে ইতিমধ্যেই দল নির্বাচন সেরে ফেলেছে গত বারের রানার্স দল নিউজিল্যান্ড৷

১৫ এপ্রিল দল ঘোষণা করছে ভারত৷ চোখ রয়েছে অস্ট্রেলিয়ার দিকে৷ শেষ বার চ্যাম্পিয়ন হয়ে মাঠ ছেড়েছিল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া৷ ট্রফি ধরে রাখার লড়াইয়ে তারা কেমন দল সাজায়,সেই দিকেই নজর ক্রিকেটমহলের৷

এর মাঝেই বিশ্বকাপের জন্য পছন্দের অজি দল নিয়ে মুখ খুলেছেন প্রাক্তন তারকা৷ অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন ২০১৯ বিশ্বকাপের জন্য পছন্দের অস্ট্রেলিয়া দলের কথা জানিয়েছেন৷

একনজরে ওয়ার্নের বিশ্বকাপ দলে কারা রয়েছেন-

ওপেনিংয়ে ডেভিড ওর্য়ানার, অপর ওপেনার অ্যারন ফিঞ্চ, তিন নম্বরে ওয়ার্ন বেছে নিলেন ডার্সি শটকে৷ সীমিত ওভারের স্পেশালিস্ট শট৷ চারে স্টিভ স্মিথ, পাঁচে ম্যাক্সওয়েল, ছয়ে অল-রাউন্ডার মার্কাস স্টোয়েনিস, সাতে কিপার ব্যাটম্যান ক্যারি, আটে (বোলিং ব্রিগেড) প্যাট কামিন্স নয়ে মিচেল স্টার্ক, দশ, ঝাই রিচার্ডসন এগারো- এক স্পিনার অ্যাডাম জাম্পা

ওয়ার্নের পছন্দের এগারো এইরকম৷ আর কিংবদন্তি স্পিনারের পছন্দের পনরো সদস্যের দলে বাকিদের মধ্যে থাকছেন শন মার্স, স্পিনার ন্যাথান লিঁয়, অ্যাশটন টার্নার ও কুল্টারনাইল৷

পছন্দের দল থেকে পিটার হ্যান্ডসকম্ব, উসমান খোয়াজা ও জোস হ্যাজেলউডকে বাদ রেখেছেন ওয়ার্ন৷ তারকা প্রাক্তনির এই তিন ক্রিকেটারকে বাইরে রাখার সিদ্ধান্তে অবশ্য অবাক ক্রিকেটকুল৷

এসএইচ-১১/১০/১৯ (স্পোর্টস ডেস্ক)