মুস্তাফিজ দু’সপ্তাহ মাঠের বাইরে

আবারো ইনজুরিতে বাংলাদেশের বাঁহাতি পেস বোলার মুস্তাফিজুর রহমান। বুধবার শাইনপুকুরের হয়ে অনুশীলনের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তবে তার চোট ততটা গুরুতর নয়। ফলে তার বিশ্বকাপে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মুস্তাফিজের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। কাটার মাস্টারকে নিয়ে কোনো ঝুঁকিই নিতে চাইছেন না কর্তৃপক্ষ। তাই তাকে দুই সপ্তাহের পূর্ণ বিশ্রাম দেয়া হয়েছে।

চোটের পরপরই এক্স-রে করান ফিজ। বৃহস্পতিবার তার চোটের রিপোর্ট হাতে এসেছে। সেটি দেখে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, মুস্তাফিজের এক্স-রে করা হয়েছে। রিপোর্ট ভালো আছে। আপাতত সে কিছু দিন বিশ্রামে থাকবে।

আমরা একটু সাবধানে এগোব। মোটামুটি দুই সপ্তাহের বিশ্রাম দেয়া হয়েছে। এর মধ্যে তার পায়ের টেপ চেঞ্জ করা হবে। অন্য সময় হলে আমরা কম সময় নিতাম। কিন্তু সামনে বিশ্বকাপ। তাই একটু বেশি সময় নেব। ওই দিন ওয়ার্মআপে বাঁ পায়ের গোড়ালিতে ব্যথা পেয়েছে মুস্তাফিজ।

মুস্তাফিজ সবশেষ ইনজুরিতে পড়েন গত বছর আইপিএলে। বাঁ পায়ের বৃদ্ধাঙ্গুলে চোট নিয়ে দেশে ফেরেন তিনি। সেই চোটই তাকে পরে মে মাসে দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে ছিটকে যায়। একই চোট বাঁহাতি পেসারকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজেও মাঠের বাইরে চলে যান মোস্তা।

এসএইচ-১৩/১১/১৯ (স্পোর্টস ডেস্ক)