ফরাসি কাপের ফাইনালে ফিরছেন নেইমার

পায়ের ইনজুরির কারণে গত জানুয়ারি থেকে মাঠের বাইরে রয়েছেন নেইমার। প্যারিস সেইন্ট জার্মেই কিংবা ব্রাজিলের জার্সিতে লম্বা সময় তাকে মাঠে দেখেনি ভক্তরা। তবে নেইমার ভক্তদের অপেক্ষার পালা শেষ হচ্ছে। ফরাসি কাপের ফাইনালে নেইমার মাঠে নামতে চাইছেন বলে জানিয়েছেন তার বাবা।

নেইমারকে ছাড়া খেলে ফ্রেঞ্চ লিগ শিরোপা ঘরে তোলার দৌঁড়ে সবার আগে রয়েছে পিএসজি। যদিও চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে থমাস টুখেলের দলটি।

তবে কাপ ডি ফ্রান্সের ফাইনালে এবার বিশ্বের সবচেয়ে দামি তারকাকে মাঠে দেখতে পারেন ভক্তরা। চোট ও পুনর্বাসন কাটিয়ে পিএসজির অনুশীলনে আগেই ফিরেছেন নেইমার। এবার তাকে মাঠে দেখার অপেক্ষা। তার ফেরার সুখবর দিলেন ব্রাজিলিয়ান তারকার বাবা।

‘মাঠে নামার সময় খুব কাছে জেনে সে (নেইমার) খুব আনন্দে রয়েছে। এ জন্যই সে ভীষণ খুশি, কারণ মাঠে থাকলে ওর মন সবসময়ই ভালো থাকে।’

ফরাসি কাপের ফাইনাল দিয়ে নেইমারকে মাঠে পাওয়া যাবে বলে জানান নেইমার সিনিয়র, ‘ফরাসি কাপের ফাইনাল দিয়ে মাঠে ফেরার লক্ষ্য স্থির করেছে নেইমার, একই সঙ্গে ক্লাবের সঙ্গে জিততে চায় আরেকটি শিরোপা।’

আগামী ২৭ এপ্রিল ফরাসি কাপের ফাইনালে শিরোপা নির্ধারনী ম্যাচে রেনের বিপক্ষে খেলবে নেইমার-এমবাপে-কাভানিদের পিএসজি।

এসএইচ-১১/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)