বাংলাদেশ-আয়ারল্যান্ডকে মোকাবেলার প্রস্ততি শুরু করলো ক্যারিবিয়রা

আগামী মাসে বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলবে উইন্ডিজ। আর এই সিরিজে অংশ নেয়ার আগে নিজেদের পুরোদমে ঝালাই করে নিচ্ছে তারা।

বিশ্বকাপ এবং ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে বার্বাডোজে এরই মধ্যে ক্যাম্প শুরু করেছে ক্যারিবিয়ান জাতীয় ক্রিকেট দল। আয়ারল্যান্ডের মাটিতে অনুষ্ঠিতব্য এই সিরিজে সামর্থ্যের প্রমাণ দিতে মুখিয়েই আছে তারা।

আগামী মাসের ৫ তারিখ স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নামবে উইন্ডিজ। ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাবের মাঠে। এরপর একই মাঠে ৭ই মে বাংলাদেশের মুখোমুখি হবে ক্যারিবিয়ানরা।

এরপর ১১ই মেতে আবারও আইরিশদের মোকাবেলা করবে উইন্ডিজ। এরপর ১৩ই মে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে মালাহাইড ক্রিকেট ক্লাবের মাঠে।

ত্রিদেশীয় সিরিজের সূচি :

৫ই মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব

৭ই মে, উইন্ডিজ বনাম বাংলাদেশ, ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব

৯ই মে, আয়ারল্যান্ড বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব

১১ই মে, আয়ারল্যান্ড বনাম উইন্ডিজ, মালাহাইড ক্রিকেট ক্লাব

১৩ই মে, উইন্ডিজ বনাম বাংলাদেশ, মালাহাইড ক্রিকেট ক্লাব

১৫ই মে, বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব

১৭ই মে, ফাইনাল, মালাহাইড ক্রিকেট ক্লাব

এসএইচ-১৯/১৬/১৯ (স্পোর্টস ডেস্ক)