আমিরের বিশ্বকাপ স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ালো জলবসন্ত!

আসন্ন বিশ্বকাপের জন্য পাকিস্তানের ১৫ সদস্যের দলে জায়গা পাননি পেসার মোহাম্মদ আমির। চলতি ইংল্যান্ড সফরে ভালো করলে জায়গা পাওয়ার সম্ভাবনা ছিলো। কিন্তু সেটাও ভেস্তে জলবসন্ত।

গত শনিবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে খেলতে পারেননি এই পেসার। তখন জানানো হয়েছিল, ইনফেকশনের কারণে খেলতে পারছেন না আমির। তবে পরে দেখা গিয়েছে এটি জলবসন্ত।

দি ওভালে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচের একাদশে ছিলেন আমির। কিন্তু ম্যাচটির ১ম ইনিংসে পাকিস্তান ১৯ ওভার ব্যাটিং করার পরেই বৃষ্টিতে প- হয়ে যায়। ফলে আমির আর সুযোগ পাননি তার বোলিং শৈলী দেখানোর।

মঙ্গলবার ম্যাচে তিনি খেলতে পারবেন না, এটা নিশ্চিত। বাকি দুইটি ম্যাচ আগামী শুক্রবার ও শনিবার। তবে আমির কবে নাগাদ সুস্থ হয়ে উঠবেন তা এখনো নিশ্চিত নয়। কমপক্ষে এক সপ্তাহ তো লাগবেই। বর্তমানে তিনি দলের সাথে নয়, পরিবারের সাথে লন্ডনে অবস্থান করছেন।

শুক্রবারের মধ্যে যদি আমির সুস্থ হয়ে মাঠে ফিরতে না পারেন তাহলে বিশ্বকাপে খেলা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ, পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ ও কোচ মিকি আর্থার জানিয়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচগুলোতে দারুণ কিছু করতে পারলেই বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত হতে পারেন এই পেসার। কিন্তু, অনাকাক্সিক্ষত অসুস্থতা আমিরের নিজেকে প্রমাণের সুযোগটুকুও দিচ্ছে না!

তার অনুপস্থিতিতে পাকিস্তানের পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন হাসান আলি, জুনায়েদ খানরা। সাথে থাকবেন তরুণ পেসার মোহাম্মদ হাসনাইন, শাহেন শাহ আফ্রিদি।

আমির ছাড়াও পাকিস্তানি লেগ স্পিনার শাদাব খানও অসুস্থতার শিকার। তার মাঠে ফেরার ব্যাপারেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। আগামী ২৩ মে এর ভেতরেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড জমা দিতে হবে আইসিসির নিকট।

এসএইচ-২২/১৩/১৯ (স্পোর্টস ডেস্ক)