বাবার কাছ থেকে পাওয়া মন্ত্র ছেলেকে দিলেন শচিন

দীর্ঘ প্রায় দুই যুগ আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন ভারতের ব্যাটিং ঈশ্বর শচিন টেন্ডুলকার। টেস্ট বা ওয়ানডে ক্রিকেটে ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ডই রয়েছে তার দখলে। পুরো ক্যারিয়ারে তার সাফল্য পাওয়ার পেছনে ছিলো একটি মন্ত্র, যা পেয়েছিলেন তার বাবার কাছ থেকে।

সেই একই মন্ত্র শচিন এখন ছড়িয়ে দিয়েছেন নিজের ছেলে অর্জুন টেন্ডুলকারের মাঝেও। কী সেই মন্ত্র? জানিয়েছেন শচিন নিজেই। বর্তমানে মুম্বাইয়ের টি-টোয়েন্টি লিগ খেলছেন শচিনপুত্র অর্জুন। সে টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর স্বয়ং শচিন নিজেই।

এ সুবাদেই নিয়মিতই ছেলের খেলা উপভোগ করছেন শচিন। এরই ফাঁকে সংবাদমাধ্যমে কথা বলেছেন ছেলের ব্যাপারে। যেখানে তিনি বলেন, ‘আমি অর্জুনকে বলেছি, তুমি যা কিছু করো, কখনো শর্টকাট নিও না। এটা আমার বাবা আমাকে বলেছে। আমিও আমার ছেলেকে বলেছি, নিজের জায়গা থেকে সন্তুষ্ট হওয়ার আগপর্যন্ত পরিশ্রম করে যেতে হবে।’

এসময় অর্জুনের ব্যাপারে মজার একটি তথ্য দেন শচিন। প্রায় সব খেলাতেই সমান আগ্রহ রয়েছে শচিনপুত্রের। এক্ষেত্রে ছেলের পছন্দকেই অগ্রাধিকার দিচ্ছেন ভারতের সাবেক অধিনায়ক।

শচিন বলেন, ‘সে (অর্জুন) খুবই উৎসাহী যেকোনো কিছুর ব্যাপারে। এ ব্যাপারে আমি কখনো তার বিরুদ্ধে জোর করিনি। আমি কখনোই তাকে বলিনি যে তুমি ক্রিকেটই খেলো। আগে সে ফুটবল খেলতো, মাঝে আবার দাবার দিকে ঝুঁকেছিল। আর এখন সে ক্রিকেট খেলছে।’

তিনি আরও বলেন, ‘অর্জুনকে তাই করতে হবে যা তার দল চায়। এখন সে মুম্বাই লিগে খেলছে, এটা দারুণ প্ল্যাটফর্ম আমার মতে। এখানে উত্থানপতনের মাধ্যমে বাস্তবজীবনের অনেক শিক্ষা সে পাবে। প্রতিনিয়ত শেখা এবং উন্নতি করাই মূল। ফলাফল ঈশ্বরের হাতে, তবে পরিশ্রম দেয়াটা আমাদের নিজেদের হাতেই।’

এসএইচ-১৮/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)