ইসলাম গ্রহণের পর উমরা পালন করলেন ব্রাজিলের ফুটবল তারকা রিকার্ডো

ব্রাজিলের অবসরপ্রাপ্ত ফুটবল তারকা সার্জিও রিকার্ডো ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। স্ট্যাপ ফিড পত্রিকা ও আল আখবারুস সাউদিয়্যার বরাতে জানা যায়, সম্প্রতি তার ভেরিফাইড টুইটার একাউন্টে তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ এখন আমি একজন মুসলমান, আমি উমরা করতে এসেছি সৌদি আরবে।’

এ ব্রাজিলিয়ান খেলোয়াড় ২০১০ সালে অবসরপ্রাপ্ত হয়ে মিডিল ইস্ট এর কয়েকটি ক্লাবে খেলছিলেন। আর সেখানেই তিনি ইসলাম সম্পর্কে জানতে পারেন। অনুপ্রাণিত হন। ইসলাম গ্রহণ করেন।

সার্জিও রিকার্ডোকে ইসলাম গ্রহণের ঘোষণার কয়েকদিন পরেই মক্কা মুকাররমায় উমরা করতে দেখা গেছে। আল আখবারুস সাউদিয়্যা পত্রিকায় কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে।

ভিডিওটিতে দেখা যায়, ব্রাজিলের ঐ ফুটবল তারকা বায়তুল্লায় উমরা সম্পূর্ণ করছেন। লোকজন তাকে সংবর্ধনা দিচ্ছেন। তার মুসলিম নাম রাখা হয়েছে ইত্তিহাদ জামান।

জানা যায়, ২২ মে রিকার্ডো ঘোষণা করেছিলেন, তিনি ইসলাম গ্রহণ করেছেন। সৌদি ফুটবলার মুহাম্মদ সাঈদের পোস্ট করা একটি ভিডিওতে তার ইসলাম ধর্ম গ্রহণের দৃশ্য দেখা যায়। সেখানে তিনি ইসলাম ধর্ম গ্রহণের ব্যাপারে বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমি মনে করি এ সিদ্ধান্ত আমার জীবনের সেরা সিদ্ধান্ত।’

এসএইচ-৩৪/০২/১৯ (স্পোর্টস ডেস্ক)