ঘুড়ে দাঁড়ানোর মিশনে প্যারাগুয়ের মুখোমুখি আর্জেন্টিনা

কোপা আমেরিকায় দ্বিতীয় ম্যাচে ঘুড়ে দাঁড়ানোর মিশনে মাঠে নামবে আর্জেন্টিনা। নিজেদের বাঁচা-মরার ম্যাচে বৃহস্পতিবার ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। যদিও প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-০ গোলে হেরে যায় মেসির আর্জেন্টিনা। কোপা আমেরিকার ইতিহাসে প্রথম ম্যাচে এটি তাদের তৃতীয় হার।

এই পরাজয়ে কলম্বিয়া, কাতার ও প্যারাগুয়ের পর লিওনেল মেসির দল এখন গ্রুপ-বি’র একেবারে তলানিতে অবস্থান করছে।
এর আগে ‌১৯১৯, ১৯৭৯ প্রথম ম্যাচেই হারের স্বাদ পায় আর্জেন্টিনা । তবে এটা নিয়ে ভাবতে রাজি নয় দলের সেরা খেলোয়াড় লিওনেল মেসি।

তাইতো প্রথম ম্যাচে হারার পরই জানিয়ে দিয়েছিলেন একটি হার নিয়ে বেশি ভাবার সুযোগ নেই। আমরা সামনের ম্যাচ নিয়ে ভাবতে চাই। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর ৬ টা ৩০ মিনিটে শুরু হবে দু’দলের খেলা।

দুই দলের শক্তিমত্তায় এগিয়ে আর্জেন্টিনা। ফিফা র‍্যাংকিং এ ১১ নাম্বারে আর্জেন্টিনা। গ্রুপ বি দল প্যারাগুয়ের ফিফা র‍্যাংকিং ৩৬।

২০১০ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে যাওয়া প্যারাগুয়ে দলটা এখন ইতিহাস। এরপর টানা দুই বিশ্বকাপে খেলা হয়নি তাদের। তবে গত ৮ বছরে চড়াই উতরাইয়ের প্রায় পুরোটাই দেখা হয়ে গিয়েছে প্যারাগুয়ের। গত বছর কোনো ম্যাচই জেতা হয়নি তাদের।

এসএইচ-২০/২০/১৯ (স্পোর্টস ডেস্ক)