বাংলাদেশকে নিয়ে ভাবার সময় নেই পাকিস্তানের!

আনপ্রেডিক্টেবল কি এমনি এমনিই বলা হয়? বিশ্বকাপ শুরুর আগে টানা ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে হার। বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের মতো দলের সাথে পরাজয়। তারপর এলো বিশ্বকাপ, তাতে কি? উইন্ডিজের সাথে প্রথম ম্যাচে মাত্র ১০৫ রানে অলআউট হয়ে ৭ উইকেটে হেরে যাওয়া দলটাই কিনা উড়তে থাকা অপ্রতিরোধ্য ইংল্যান্ডকে হারিয়ে দিলো! কি অদ্ভুত তাই না? সেই পাকিস্তানই এখনো টিকে আছে বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার দৌঁড়ে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ উইকেটের দাপুটে জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে পাকিস্তান। নিজেদের শেষ দুই ম্যাচে আফগানিস্তান ও বাংলাদেশকে হারাতে পারলেই সেমির টিকিট পেতে পারে অনুনমেয় দলটি।

তবে এখনই শেষ ম্যাচ নিয়ে ভাবছে না পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে দলের জয়ের নায়ক বাবর আজম জানিয়েছেন, ম্যাচ বাই ম্যাচ এগোতে চান তারা। কিউইদের সঙ্গে অনবদ্য সেঞ্চুরি হাঁকান তিনি।

আফগানদের আগে টাইগারদের নিয়ে ভাবতে চাইছে না পাক ব্রিগেড। বাবর বলেন, আমরা ম্যাচ ধরে ধরে চিন্তা করছি। শেষ ম্যাচ নিয়ে ভাবছি না। আপাতত আমাদের ফোকাস পরের ম্যাচ। আফগানিস্তান ম্যাচ শেষেই বাংলাদেশকে নিয়ে ভাববো। তবে দুটি ম্যাচই জিততে চাই আমরা।

তিনি বলেন, টুর্নামেন্টের শুরুর দিকে জিততে পারিনি আমরা। তবে এখন আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। আশা করি, উভয় ম্যাচে জয় ছিনিয়ে আনতে পারব আমরা।

আগামী ২৯ জুন আফগানিস্তান ও ৫ জুলাই শক্তিশালী বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এ দুই ম্যাচে জয় ছাড়া কিছু ভাবছে না তারা।

এসএইচ-২১/২৮/১৯ (স্পোর্টস ডেস্ক)