বিশ্বকাপে ব্যর্থ দক্ষিণ আফ্রিকা, পুরো কোচিং স্টাফ বরখাস্ত!

ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের মোটেও মেলে ধরতে পারেনি প্রোটিয়ারা। আর সেই ব্যর্থতার জেরে এবার কোচ ওটিস গিবসনকে সরিয়ে দিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। শুধু গিবসনই নন, দলের ম্যানেজমেন্টেও আনা হচ্ছে পরিবর্তন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছে, এখন থেকে টিম ম্যানেজার পুরো দলের দায়িত্বে থাকবেন। তার সব কাজ দেখভাল করবেন বোর্ডের একজন পরিচালক।

এরপর বোর্ডের সেই পরিচালক সব বিষয়ে জানাবেন বোর্ডের প্রধান নির্বাহীকে। অর্থাৎ অনেকটা ইউরোপীয় ক্লাব ফুটবলের ধাঁচে সাজানো হচ্ছে।

সিএসএ’র ম্যানেজার কোরি ভ্যান জিল এখন থেকে ভারপ্রাপ্ত ক্রিকেট পরিচালকের দায়িত্বে থাকবেন। তিনি এবং প্রধান নির্বাহী থাবাং মোরোয়ে মিলে ভারত সফরের জন্য একটি অন্তর্বর্তীকালীন ম্যানেজমেন্ট টিম, নির্বাচক প্যানেল এবং অধিনায়ক নিয়োগ করবেন।

তবে অধিনায়ক ফাফ ডু প্লেসি আপাতত নিশ্চিত থাকতে পারেন। নতুন টিম ম্যানেজমেন্ট ঠিক হওয়ার আগ পর্যন্ত তার নেতৃত্ব যাওয়ার শঙ্কা নেই বললেই চলে।

এসএইচ-১৩/০৫/১৯ (স্পোর্টস ডেস্ক)