বাংলাদেশ-জিম্বাবুয়ে-আফগানিস্তান ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সম্প্রতি দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এর সময়সূচি প্রকাশ করেছে।

আগামী ১৩ সেপ্টেম্বর সিরিজটি অনুষ্ঠিত হবে। ত্রিদেশীয় এ সিরিজ বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুরু হবে। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে ঢাকা মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাইনালসহ মোট সাতটি ম্যাচ হবে।

এ সিরিজের আগে ৫ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানদের বিপক্ষে একটি টেস্ট ম্যাচ খেলবেন বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি

১৩ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে-মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৪ সেপ্টেম্বর-আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে-মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৫ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম আফগানিস্তান-মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

১৮ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে-জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২০ সেপ্টেম্বর-আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে-জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২১ সেপ্টেম্বর-বাংলাদেশ বনাম আফগানিস্তান-জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম

২৪ সেপ্টেম্বর- ফাইনাল- মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম

এসএইচ-১৬/০৮/১৯ (স্পোর্টস ডেস্ক)